কলকাতা : আজ ঘোষণা করা হল 66 তম জাতীয় পুরস্কারের বিজয়ীদের নাম । সেরার তালিকায় রয়েছে বাংলা ছবি 'এক যে ছিল রাজা' । সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল সৃজিত মুখার্জি পরিচালিত ছবিটি । খবর পাওয়ার পর থেকেই আনন্দিত পরিচালক । খুশির খবর ভাগ করে নিলেন ETV ভারত সিতারার সঙ্গে ।
জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত সৃজিত, উচ্ছ্বসিত মহেন্দ্র সোনি - national award
সেরা বাংলা ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতে নিয়েছে 'এক যে ছিল রাজা' । খবর পেয়ে ছবির পরিচালক সৃজিত মুখার্জি তাঁর আনন্দ প্রকাশ করলেন । উচ্ছ্বসিত ছবির প্রযোজক মহেন্দ্র সোনিও ।
সৃজিত বলেন, "আমি ভীষণ খুশি । চতুষ্কোণ ও জাতিস্মরের পর ফের জাতীয় পুরস্কার পেলাম । জাতীয় স্তরে পুরস্কার পাওয়া খুব গুরুত্বপূর্ণ । তাছাড়া এক যে ছিল রাজা আমাদের কাছে খুব স্পেশাল ছবি । কারণ ছবিটা তৈরি করতে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে । আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই জিশু সেনগুপ্তর অভিনয় ও সোমনাথ কুণ্ডুর মেকআপের । ওদের বিশেষ প্রশংসা প্রাপ্য ।"
ছবির সাফল্যে উচ্ছ্বসিত শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনিও । তিনি বলেন, "আমাদের ইন্ডাস্ট্রি ও বাংলা ছবির জন্য এটা একটা গর্বের মুহূর্ত । এই অসামান্য সাফল্যের জন্য আমি সৃজিত ও এক যে ছিল রাজার গোটা টিমকে অভিনন্দন জানাতে চাই । শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দর্শককে কথা দিচ্ছে, এরকমভাবেই তারা দর্শককে বিভিন্ন স্বাদের ভালো ছবি উপহার দিয়ে যাবে ।"