কলকাতা, 3 সেপ্টেম্বর: উত্তম কুমারকে জন্মদিনের (Uttam Kumar Birthday) উপহার চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ৷ মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে তিনি প্রকাশ্যে আনলেন 'অতি উত্তম' (Oti Uttam) ফিল্মের পোস্টার ৷ জানিয়ে দিলেন তাঁর পরবর্তী ছবি কিংবদন্তি অভিনেতাকে নিয়েই ৷
1926 সালে আজকের দিনে জন্ম উত্তম কুমারের ৷ আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নয়া চমক দিলেন চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্য়ায় ৷ নিজের ফেসবুকের পাতায় তিনি পোস্ট করলেন তাঁর আসন্ন ফিল্ম 'অতি উত্তম'-এর পোস্টার ৷ পুরনো ছবির পোস্টারের ধাঁচেই এই পোস্টার তৈরি করা হয়েছে ৷ যেখানে রঙিন চেহারায় চেনা সেই অনাবিল হাসিতে দেখা যাচ্ছে উত্তম কুমারকে ৷ এ ছাড়াও পোস্টারে রয়েছে ফিল্মের মূল তিন চরিত্রের ছবি ৷ গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য ৷ আর বড় বড় করে লেখা রয়েছে 'মহানায়ক উত্তম কুমার অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি অতি উত্তম আসিতেছে' ৷
আরও পড়ুন:Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত
তবে এই ভেঞ্চারে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সৃজিতকে ৷ পোস্টের ক্যাপশনে তিনি জানিয়েছেন, এই ছবি তৈরির জন্য তিনি 4 বছর ধরে কঠিন গবেষণা চালিয়েছেন ৷ মহানায়কের 62টি ছবি প্রতিটি ফ্রেম বারবার দেখেছেন ৷ বহুবার করে লিখতে হয়েছে চিত্রনাট্যের খসড়া ৷ কপিরাইট জোগাড় করতে হয়েছে ৷ ভিএফএক্স বিশেষজ্ঞ, সাউন্ড ইঞ্জিনিয়ার ও চিত্রগ্রাহকদের সঙ্গে অগণিতবার বসতে হয়েছে ৷ তবে অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে বলে জানিয়েছেন গুমনামীর পরিচালক ৷ পোস্টারটি পোস্ট করে উত্তম কুমারকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ লিখেছেন, "শুভ জন্মদিন ৷ আপনি আছেন, এটাই যথেষ্ট ৷"