পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Uttam Kumar Birthday: আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম - সৃজিত মুখোপাধ্যায়ের ফিল্ম

আজ উত্তম কুমারের জন্মদিন (Uttam Kumar Birthday) ৷ আর এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে চমক দিলেন চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ৷ মহানায়ককে নিয়ে তাঁর আসন্ন ফিল্ম 'অতি উত্তম' (Oti Uttam) এর পোস্টার প্রকাশ করলেন তিনি ৷

srijit mukherjee released oti uttam poster on uttam kumar birth anniversary
আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

By

Published : Sep 3, 2021, 4:25 PM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: উত্তম কুমারকে জন্মদিনের (Uttam Kumar Birthday) উপহার চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ৷ মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে তিনি প্রকাশ্যে আনলেন 'অতি উত্তম' (Oti Uttam) ফিল্মের পোস্টার ৷ জানিয়ে দিলেন তাঁর পরবর্তী ছবি কিংবদন্তি অভিনেতাকে নিয়েই ৷

1926 সালে আজকের দিনে জন্ম উত্তম কুমারের ৷ আজ তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নয়া চমক দিলেন চিত্রনির্মাতা সৃজিত মুখোপাধ্য়ায় ৷ নিজের ফেসবুকের পাতায় তিনি পোস্ট করলেন তাঁর আসন্ন ফিল্ম 'অতি উত্তম'-এর পোস্টার ৷ পুরনো ছবির পোস্টারের ধাঁচেই এই পোস্টার তৈরি করা হয়েছে ৷ যেখানে রঙিন চেহারায় চেনা সেই অনাবিল হাসিতে দেখা যাচ্ছে উত্তম কুমারকে ৷ এ ছাড়াও পোস্টারে রয়েছে ফিল্মের মূল তিন চরিত্রের ছবি ৷ গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য সেনগুপ্ত ও রোশনি ভট্টাচার্য ৷ আর বড় বড় করে লেখা রয়েছে 'মহানায়ক উত্তম কুমার অভিনীত সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি অতি উত্তম আসিতেছে' ৷

আপনি আছেন, মহানায়ককে জন্মদিনে সৃজিতের উপহার অতি উত্তম

আরও পড়ুন:Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

তবে এই ভেঞ্চারে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সৃজিতকে ৷ পোস্টের ক্যাপশনে তিনি জানিয়েছেন, এই ছবি তৈরির জন্য তিনি 4 বছর ধরে কঠিন গবেষণা চালিয়েছেন ৷ মহানায়কের 62টি ছবি প্রতিটি ফ্রেম বারবার দেখেছেন ৷ বহুবার করে লিখতে হয়েছে চিত্রনাট্যের খসড়া ৷ কপিরাইট জোগাড় করতে হয়েছে ৷ ভিএফএক্স বিশেষজ্ঞ, সাউন্ড ইঞ্জিনিয়ার ও চিত্রগ্রাহকদের সঙ্গে অগণিতবার বসতে হয়েছে ৷ তবে অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে বলে জানিয়েছেন গুমনামীর পরিচালক ৷ পোস্টারটি পোস্ট করে উত্তম কুমারকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি ৷ লিখেছেন, "শুভ জন্মদিন ৷ আপনি আছেন, এটাই যথেষ্ট ৷"

আরও পড়ুন:Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা

'অতি উত্তম'এর পোস্টার চমকে দিয়েছে নেট নাগরিকদের ৷ নানা সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সৃজিতের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন ৷ শুভেচ্ছায় ভরে গিয়েছে তাঁর কমেন্ট বক্স ৷ সবাই এই পোস্টারের প্রশংসায় মুখরিত ৷

আরও পড়ুন:Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

জানা গিয়েছে, একজন উত্তম-গবেষকের জীবন তুলে ধরা হবে এই ছবিতে ৷ সেই চরিত্রে অভিনয় করছেন অনিন্দ্য সেনগুপ্ত ৷ গল্পের অপর একটি চরিত্রে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়কে ৷ প্ল্যানচেটের মাধ্যমে মহানায়কের সঙ্গে সংযোগ স্থাপন করতে দেখা যাবে অতি উত্তমে ৷ ছবিটি নিয়ে বেশ আশাবাদী সৃজিত ৷ অতি উত্তম দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরাও ৷

আরও পড়ুন:Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

ABOUT THE AUTHOR

...view details