কলকাতা : আড্ডা টাইমসের ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ় তৈরি হচ্ছে। পরিচালনা করছেন সৃজিত মুখার্জি। সোশাল মিডিয়ায় এই খবর প্রকাশ করলেন পরিচালক। সিরিজ়ের নাম 'ফেলুদা ফেরত'।
ওয়েব সিরিজ়ে ফেলুদা, পরিচালনায় সৃজিত - Feluda in Web Series
এবার ওয়েব প্ল্যাটফর্মে ফেলুদা। পরিচালনা করছেন সৃজিত মুখার্জি।
সন্দীপ রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, "বিশপ লেফ্রয় রোড- ভারতীয় সিনেমার মক্কা থেকে আমি আমার প্রথম ওয়েব সিরিজ়ের ঘোষণা করছি।" বিশপ লেফ্রয় রোডেই সত্যজিৎ রায়ের বাড়ি, যিনি ফেলুদার স্রষ্টা।
ব্যোমকেশকে নিয়ে বিভিন্ন মাধ্যমে অনেক কাজ হয়েছে। বড় পরদা, ছোটো পরদা, ওয়েব সিরিজ়, সবকিছুতেই। ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন অনেক অভিনেতা। বাংলা ছাড়াও ব্যোমকেশকে নিয়ে কাজ হয়েছে হিন্দি ভাষাতে। কিন্তু, ফেলুদাকে সেভাবে এক্সপ্লোর করা হয়নি। বাঙালির কাছে আজও দুই ফেলুদা - সৌমিত্র চ্যাটার্জি ও সব্যসাচী চক্রবর্তী। টেলিভিশনে কয়েকটি এপিসোড হয়েছে বটে, কিন্তু, সেখানে ফেলুদা হিসেবে অভিনয় করেছিলেন সব্যসাচীই। পরিচালকও ছিলেন একজনই, সন্দীপ রায়। ফলে সেই অর্থে দুই মাধ্যমের মধ্য়ে কোনও ফারাক নজরে পড়েনি। কয়েক বছর আগে সন্দীপের পরিচালনায় আবির চ্য়াটার্জি অভিনয় করেছিলেন ফেলুদার চরিত্রে। তবে সেই একবারই। বাংলাদেশে ফেলুদাকে নিয়ে একটা ধারাবাহিক তৈরি হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন পরমব্রত চ্যাটার্জি। এই দুটো এক্সপেরিমেন্ট বাদ দিলে ফেলুদাকে নিয়ে সেভাবে নাড়াচাড়া হয়নি। হয়তো ফেলুদাকে নিয়ে বাঙালির সেন্টিমেন্টটা খুবই বেশি বলে বিশেষ কেউ সাহস করে উঠতে পারেননি চরিত্রটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে। আর বাবার সৃষ্টি যে ছেলে পরিচালনা করবেন সেটাই স্বাভাবিক। ফলে সন্দীপ রায় ছাড়া অন্য কেউ এই চরিত্রকে নিয়ে নাড়াচাড়া করার সুযোগও সেভাবে পাননি। সৃজিতের এই চ্যালেঞ্জ কি সফল হবে? উত্তর দেবে সময়।