কলকাতা : "আপনার চ্যানেলে কি নুড কনটেন্ট থাকবে?", হ্যাঁ শ্রীলেখার ভিডিয়োর নিচে এমন প্রশ্নই করেছেন এক ইউজ়ার। সেই বিকৃত প্রশ্নে রীতিমতো চমকেছেন শ্রীলেখা।
তবে শ্রীলেখা সেই ব্যক্তিকে উপযুক্ত জবাব দিতে ছাড়েননি। "নুড কনটেন্ট" দেখানোর জন্য তিনি গিয়ে পৌঁছেছেন কুমোরটুলিতে। সেখানে তখন সারি সারি দুর্গা প্রতিমা দাঁড়িয়ে রয়েছে আবরণহীন ভাবে।