কলকাতা : মন ভালো নেই শ্রীলেখা মিত্রর । তিনি একজন পশুপ্রেমী । যেই কমপ্লেক্সে থাকেন, সেখানে বেশকিছু কুকুরকে খেতে দেন নিয়মিত । তাদের দেখভালও করেন । তাঁর অভিযোগ, কমপ্লেক্সের অনেকেই তাঁর এই উদ্যোগকে ভালোভাবে নিচ্ছেন না । আর সেই কারণে সম্প্রতি শ্রীলেখার বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন তাঁরা ।
যেদিন থেকে নতুন কমপ্লেক্সে থাকতে শুরু করেছেন শ্রীলেখা, সেদিন থেকেই এই সমস্যার সূত্রপাত । শ্রীলেখা রাস্তায় বসবাসকারী সারমেয়দের খেতে দিতেন । এটাই তাঁর অপরাধ হয়ে ওঠে । অভিযোগ, এর জন্য প্রতিবেশীদের থেকে নানারকম কটাক্ষ সহ্য করতে হত তাঁকে ।
সোশাল মিডিয়ায় ঘনঘন লাইভ এসে বলতেন তাঁর এই সমস্যার কথা । প্রতিবেশীদের অভিযোগ, শ্রীলেখা নাকি কুকুর এনে কমলেক্স নোংরা করেন । রাস্তার কুকুর সেখানে ঢুকিয়েছেন তিনি । এরপর শ্রীলেখা নিজের দায়িত্বে কুকুরদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেন । এমনকী, প্রতিবেশীদের কটাক্ষের কারণে কুকুরদের নোংরাও পরিষ্কার করেছেন শ্রীলেখা ।
কুকুরদের খাওয়াচ্ছেন শ্রীলেখা ( ফোটো সৌ : ফেসবুক ) কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের মধ্যে কুকুরদের নিয়ে আরও বেশি তৎপর শ্রীলেখা । তা নিয়েও নাকি প্রতিবেশীদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি । ফেসবুক লাইভে সেই সমস্যার কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন । এরপর ফল কাটার ছুরি দিয়ে একটি ভিডিয়োতে প্রতিবেশীদের ভয়ও দেখান শ্রীলেখা । এদিকে সেই ভিডিয়ো দেখার পর প্রাণ সংশয়ের ভয়ে পুলিশের কাছে অভিযোগ জানান প্রতিবেশীরা ।
এই পরিস্থিতিতে খুবই ক্লান্ত শ্রীলেখা । এ প্রসঙ্গে ETV ভারতকে তিনি বলেন, "আমার আর ভালো লাগছে না । খুব ক্লান্ত লাগছে । আমি আর পারছি না । আমার সঙ্গে এদের ওয়েভ লেন্থ ম্যাচ করে না । আমি ওদের ভালোবাসি । ওরা আমার সন্তান । আমি শুধু ভাবি কী প্রতিবেশী পেলাম । ওরা থানা পুলিশ করেছে । থানা থেকে বলেছে কুকুরগুলোকে ঢুকতে না দিতে । আমি এবার সত্যি খুব ক্লান্ত । কুকুররা ওদের নিজেদের এলাকার মধ্যে থাকে । সত্যি বলতে কী, মানুষকে ভয় পাচ্ছি, পশুদের না ।"