ভেনিস, 9 সেপ্টেম্বর: ভেনিস চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বঙ্গললনার বেশে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)৷ শাড়ি, ছোট টিপ ও হাল্কা গয়নায় তিনি সেখানে মোহময়ী ৷ এই বিরল সম্মানের জন্য তাঁর সোশ্যাল মিডিয়া ভাসছে শুভেচ্ছার বন্যায় ৷ সারমেয় প্রেম, খাটো পোশাক, সাহসী কথাবার্তার জন্য এমনিতেই তিনি সবসময় খবরের শিরোনামে ৷ তবে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল বলছে, সে সব কিছুকে সরিয়ে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিরা আজ বাঙালি হিসেবে গর্বিত শ্রীলেখাকে নিয়ে ৷
ভেনিস চলচ্চিত্র উৎসবে এ বার জায়গা করে নিয়েছে আদিত্য বিক্রম সেনগুপ্তের 'ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা' (Once Upon A Time In Kolkata) ৷ উৎসবের আয়োজকদের আমন্ত্রণ রক্ষায় বেশ কিছুদিন ধরেই ভেনিসে রয়েছেন শ্রীলেখা মিত্র-সহ ছবির অন্যান্য কুশীলবরা ৷ তবে এরই মধ্যে ঘটে গিয়েছে শশাঙ্ক ভাভসার কাণ্ড ৷ পথকুকুরকে দত্তক নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যিনি শ্রীলেখার সঙ্গে ডেটিং করেছিলেন ৷ তবে সেই কুকুরটির আচমকা মৃত্যু ও তারপরের অধ্যায় বেশ কয়েকদিন ধরে চলেছে ৷ শশাঙ্ককে মারধর করা হয়েছে ৷ ভেনিসে মন খারাপ করে হোটেলের ঘরে শুয়ে কাটিয়েছেন অভিনেত্রী ৷ পরে তিনি অবশ্য গর্জেও উঠেছেন ৷ দীর্ঘক্ষণ ফেসবুক লাইভ করে নিন্দুকদের জবাব দিয়েছেন ৷
আরও পড়ুন:Ritwick Ditipriya: ওয়েবে যাত্রা শুরু ঋত্বিকের, জুটি বাঁধছেন দিতিপ্রিয়া