পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"পরিচালক সৌকর্য ঘোষাল জেনে বুঝেই এটা করেছেন" - শ্রীলেখা মিত্রর খবর

নেটফ্লিক্সে 'রেনবো জেলি' ছবিটির কাস্ট লিস্ট বা অভিনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম দেওয়া হয়নি শ্রীলেখা মিত্রর । সেই কারণে পরিচালক সৌকর্য ঘোষালের উপর বেজায় চটেছেন অভিনেত্রী ।

sreelekha mitra is in fight with shoukaryo ghoshal
sreelekha mitra is in fight with shoukaryo ghoshal

By

Published : Jun 4, 2020, 1:49 PM IST

কলকাতা : 2018-র ছবি 'রেনবো জেলি' । নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যায় সৌকর্য ঘোষাল পরিচালিত ছবিটি । তবে সেখানে অভিনেতাদের তালিকায় প্রথম তিনজনের মধ্যে নাম নেই শ্রীলেখা মিত্রর । ETV ভারত সিতারার কাছে ক্ষোভপ্রকাশ করলেন অভিনেত্রী ।

প্রথম তিনজনে নাম না থাকায় মোবাইল থেকে নেটফ্লিক্স খুললে শ্রীলেখার নাম দেখাই যাচ্ছে না । তবে ল্যাপটপ বা টেলিভিশনের পরদায় যদি নেটফ্লিক্স খোলা যায়, তাহলে সেখানে চতুর্থ নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে ।

শ্রীলেখার শেয়ার করা স্ক্রিনশট

এই প্রসঙ্গে শ্রীলেখা বললেন, "ফোন অ্যাপে তিনটে নামের বেশি দেওয়া যায় না । কারণ ওটা একটা ভার্টিকাল মাধ্যম । সেই তিনটে নামে আমার নাম নেই ।"

তিনি আরও বলেন, "ল্যাপটপ বা টেলিভিশনে নেটফ্লিক্স খুললে আমার নাম দেখা যাচ্ছে চতুর্থ নম্বরে । প্রথম তিনটে নামের মধ্যে আমার নামটা নেই । সেটাই আমার কাছে মুখ্য বিষয় । আর পরিচালক সৌকর্য ঘোষাল জেনে বুঝেই এটা করেছেন ।"

'রেনবো জেলি' ফিল্মে শ্রীলেখা

তবে পরিচালক সৌকর্যের থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ে । ফেসবুকে একটি পোস্ট করে পরিচালক দেখিয়ে দিয়েছেন যে, শ্রীলেখার নাম দেওয়া হয়েছে নেটফ্লিক্সের কাস্ট লিস্টে । তারপর থেকে একেবারেই চুপচাপ তিনি ।

ABOUT THE AUTHOR

...view details