কলকাতা : রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পর থেকে শ্রাবন্তীর সোশাল মিডিয়া ভরে রয়েছে বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তে। বাড়িতে শিবপুজো করেও সেই ছবি ইনস্টাগ্রামে দিতে ভুললেন না অভিনেত্রী।
শিবের পুজো করলেন শ্রাবন্তী, সঙ্গে রোশন - Roshan Singh
শ্রাবণ মাসে শিবের পুজো করেন অনেকেই। কেউ কেউ তারকেশ্বরে গিয়ে শিবের মাথায় জল ঢালেন, তো কেউ আবার বাড়িতেই পুজো করেন। শ্রাবন্তী এই দ্বিতীয় দলেই পড়লেন। বাড়িতেই মহা আয়োজনে পুজো করলেন শিবের।
![শিবের পুজো করলেন শ্রাবন্তী, সঙ্গে রোশন](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4031433-920-4031433-1564836548369.jpg)
শ্রাবন্তী চ্যাটার্জি
ছবিতে দেখা যাচ্ছে রোশন ও শ্রাবন্তী দু'জনেই হাত জোর করে বসে রয়েছেন শিবলিঙ্গের সামনে। সাবেকি সাজে শ্রাবন্তীকে লাগছিল বেশ। আর রোশনও হাসিমুখে ধরা দিয়েছেন ক্যামেরায়।
ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, "হর হর মহাদেব"। দেখে নিন অভিনেত্রীর সেই পোস্ট...
Last Updated : Aug 3, 2019, 6:57 PM IST