পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভোটের কাজের চাপে 'উড়ান' ছবি থেকে সরলেন নুসরত, এলেন শ্রাবন্তী - Srabanti

টানা ২৫দিনের শুটিং। কিন্তু, ডেট দিতে পারছিলেন না অভিনেত্রী নুসরত জাহান। অন্যদিকে ভোটের জেরেও কাজের চাপ বেশি তাই ত্রিদীব রমনের ছবি 'উড়ান' থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। তাঁর জায়গায় এলেন টলিউডের আরেক অভিনেত্রী শ্রাবন্তী। নুসরত সরে আসার পরই শ্রাবন্তীর কাছে প্রস্তাব আসে। তিনিই এখন 'উড়ান'-র লিড পৌলমীর চরিত্রে অভিনয় করবেন। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

ফোটো সৌজন্য ইনস্টাগ্রাম

By

Published : Mar 23, 2019, 3:41 PM IST

২৬বছরেরমেয়েপৌলমী।নিজেরবলতেবাবা-মাওএকভাই।আমাদেরচারপাশেরচেনাজানামেয়েদেরথেকেএকটুআলাদাসে।নিজেরমতোকরেজীবনেচলতেচায়পৌলমী।চায়স্বাধীনজীবনকাটাতে।পৌলমীভালোগানগায়।একজনপ্রতিষ্ঠিতগায়িকাহিসেবেদেখতেচায়।এদিকেপরিবারেপ্রতিসেদায়িত্ববদ্ধ।একদিনতারকাছেআসেচাকরিরসুযোগ।দু’হাতেসেইসুযোগসেগ্রহণকরেনেয়।

এদিকেপৌলমীরসঙ্গেএকটিবাদ্যযন্ত্রেরদোকানেআগেইআলাপহয়রোমিতের।এইচরিত্রেঅভিনয়করছেনসাহেবভট্টাচার্য।আলাপেরপরঅবশ্যসেভাবেকিছুএগোয়নাতাদেরমধ্যে।ওদিকেপৌলমীনিজেরনতুনচাকরিতেব্যস্তহয়েওঠে।সেখানেতারসঙ্গেআলাপহয়আরিফদার।যেএকজনবহুরূপী।এইচরিত্রটিকরছেনসুব্রতদত্ত। নতুনচাকরিরশহরেপৌলমীথাকতেশুরুকরেরায়দম্পতিরপেইংগেস্টহিসেবে।এদেরসঙ্গেপৌলমীরভালোসম্পর্কতৈরিহয়।বিদেশেবসবাসকারীকন্যারসঙ্গেপৌলমীরমিলখুঁজেপায়তারা।

সবইচলছিলঠিকমতো।একদিনপৌলমীরকাছেতারবাড়িথেকেচিঠিআসে।আরওটাকাচায়পৌলমীরবাড়িরলোক। সেইদাবিমেটানোরজন্যপার্টটাইমারহিসেবেসেএকটিফোর্থস্টারহোটেলেগানগাইতেশুরুকরে।সেখানেফেরএকবাররোমিতেরসঙ্গেআলাপহয়তার।রোমিতসেইবিশালহোটেলেরমালিক।ধীরেধীরেকাছাকাছিআসতেশুরুকরেতারা।কিন্তুঅদৃষ্টেরপরিহাস।পৌলমীরঅন্যএকটিজায়গায়ট্রান্সফারহয়েযায়।সেটিএকটিগ্রাম।সেখানেমহামারীআকারধারণকরেএকব্যাধী।সেইগ্রামেপৌলমীরঅন্যএকটিরূপফুটেওঠে।যাতারগায়িকাসত্ত্বাথেকেএকেবারেআলাদা।মানুষেরসেবায়নিজেকেনিযুক্তকরেপৌলমী।সেখানেওতাকেঅনেকবাধারসম্মুখীনহতেহয়। নিজের লড়াইতে জিততে পারবে তো সে ? সেটাই দেখার।

ছবিটিপ্রযোজনাকরেছেNTIমিডিয়ালিমিটেড।সম্পাদনায়রয়েছেনঅর্ঘ্যকমলমিত্র।সংগীত পরিচালনাকরছেনজয়সরকার।গানেরসুরশ্রীজাতর।ছবিরসংলাপওচিত্রনাট্যপদ্মনাভদাশগুপ্তর।গল্পওপরিচালনাত্রিদীপরমনের।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details