পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর - শ্রাবন্তী চট্টোপাধ্যায় মালদ্বীপে

মালদ্বীপে ছুটি (Maldives Vacation) কাটানোর ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ উত্তেজক পোশাক পরা তাঁর ছবি দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা ৷

srabanti chatterjee posted pictures of her maldives vacation
উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

By

Published : Aug 23, 2021, 8:13 PM IST

কলকাতা, 23 অগস্ট : শ্যুটিং, রাজনীতি, বিতর্ক, সবকিছুর থেকে এখন অনেক দূরে টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ মালদ্বীপে ছুটি (Maldives Vacation) কাটাচ্ছেন তিনি ৷ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন তাঁর রিল্যাক্সড মুডের ছবি ৷ খাটো পোশাকের সেই ছবি দেখে আগুনের ইমোজিতে ভরে গিয়েছে অভিনেত্রীর হ্যান্ডেল ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে মালদ্বীপে ছুটি কাটানোর দুটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ ছবিতে দেখা গিয়েছে সাদা একটি শার্ট পরেছেন তিনি ৷ পা উন্মুক্ত ৷ চোখ ঢাকা রোদচশমায় ৷ হাতে রয়েছে একটি পানীয়ের গ্লাস ৷ পোস্টের ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, "হাসিই তাৎক্ষণিক ছুটির আমেজ দিতে পারে ৷"

শ্রাবন্তীর এই ছবি পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি ৷ এমনিতেই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে রসিক চর্চায় অভ্যস্ত নেট নাগরিকরা ৷ তার উপর এ বার তিনি সুদূর মালদ্বীপে ৷ হট মোহময়ী রূপে ছবি পোস্ট করছেন ৷ সেই ছবিতে মন খুলে রিয়্য়াক্ট করেছেন তাঁর অসংখ্য অনুরাগী ৷ অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন ৷ তবে খাটো পোশাকের জন্য বিদ্রুপ করতেও ছাড়েননি নেটিজেনরা ৷ অনেকে আবার শ্রাবন্তীর বিকিনি পরা ছবি দেখার আবদার করেছেন ৷ আবার শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন টেনে এনে তাঁকে কটাক্ষ করেছেন কয়েকজন ৷

আরও পড়ুন:Abhishek Bachchan: আহত অভিষেককে হাসপাতালে দেখতে অমিতাভ-শ্বেতা

শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে আগেই আপডেট দিয়েছিলেন যে, তাঁরা মালদ্বীপে ঘুরতে গিয়েছেন ৷ সেখানকার বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিমন্যু ৷ তাঁর প্রেমিকা দামিনী ঘোষও ইনস্টাগ্রামে ছুটি কাটানোর বেশকিছু ছবি শেয়ার করেছেন ৷ শ্রাবন্তীর নয়া প্রেমিকও এই সফরে তাঁদের সঙ্গী হয়েছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে ৷

আরও পড়ুন:Aishwarya Rai: ঐশ্বর্য কি গর্ভবতী ? ভাইরাল ভিডিয়োয় স্পষ্ট বেবি বাম্প !

2003 সালে রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ তবে 13 বছরের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ৷ এরপর নায়িকা বিয়ে করেন মডেল কৃষ্ণন রাজকে ৷ তবে এক বছরের বেশি টেকেনি সেই সম্পর্কটিও ৷ 2019-এ পঞ্জাবি ছেলে রোহন সিং-কে বিয়ে করেন শ্রাবন্তী ৷ তবে সেই সম্পর্কও তেতো হয়েছে ৷ এখন অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তী নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে খবর রটেছে ৷

আরও পড়ুন: Afghanistan: 20 বছর আগে কাবুল থেকে পালিয়ে আসার স্মৃতিচারণ অভিনেত্রী ওয়ারিনার

ABOUT THE AUTHOR

...view details