পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুভশ্রী পরিণত, 'পরিণীতা'-র স্পেশাল প্রোমোশনে বললেন রাজ - subhasree ganguly

'পরিণীতা'-র মেহুল ও বাবাইদা আসলে আমাদের বাস্তব জীবনের, আমাদের চারপাশের মধ্যে থাকা পুরুষ ও মহিলা । ছবি মুক্তির আগে ছবির গল্প নিয়ে, অভিনয় নিয়ে অনেক কথা বললেন পরিচালক রাজ চক্রবর্তী ।

পরিণীতা

By

Published : Jul 30, 2019, 11:11 PM IST

Updated : Jul 31, 2019, 7:17 PM IST

কলকাতা : রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা' মুক্তি পাবে 6 সেপ্টেম্বর । ছবি মুক্তির আগে আজ এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, অদ্রিত ও ফালাক । অনুষ্ঠানে ছবি নিয়ে অনেক কথা বললেন তাঁরা ।

কেক কাটছেন ছবির পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা

এতদিন দর্শক যেভাবে দেখে এসেছে, তার থেকে একদম অন্যরকমভাবে 'পরিণীতা'-তে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রীকে । এখানে মূলত দু'টি রূপ রয়েছে শুভশ্রীর চরিত্রটির । প্রথমটি একজন স্কুল ছাত্রী । অন্যটি একজন লড়াকু মহিলা ।

অনুষ্ঠানের ছবি

শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী । বাংলা ছবিতে ঋত্বিক-শুভশ্রীর জুটি এই প্রথম । ছবির ট্রেলার ইতিমধ্যেই দাগ কেটেছে দর্শকের মনে । ছবির গানও প্রশংসা কুড়িয়েছে । এখন ছবি কতটা জায়গা করে নেবে দর্শকের মনে তা জানা যাবে 6 সেপ্টেম্বরের পরই ।

দেখুন ভিডিয়ো
Last Updated : Jul 31, 2019, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details