কলকাতা : কানে পুরস্কৃত করা হয়েছিল বাঙালি সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকে । জানুয়ারি মাসে মুক্তি পাবে বাংলা ছবি 'মুখোশ'। ওই ছবির সিনেমাটোগ্রাফার তিনি । আর পরিচালক অর্ঘ্যদীপ চ্যাটার্জি । এ নিয়ে অর্ঘ্যদীপের সঙ্গে চারটি ছবিতে কাজ করে ফেলেছেন মধুরা । ETV ভারত সিতারার সঙ্গে একান্ত আলাপচারিতায় শেয়ার করলেন তাঁর ক্যারিয়ার ও জীবনের অনেক কথা ।
কান থেকে পুরস্কার পেয়েছেন মধুরা । তা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও বড় প্রযোজনা সংস্থা তাঁকে কাজ করার জন্য ডাকেনি । এ প্রসঙ্গে তিনি বলেন, "বড় কোনও প্রযোজনা সংস্থা আমাকে কাজের জন্য ডাকেনি । শুধুমাত্র স্বাধীন পরিচালকরাই আমাকে ডাকে । যারা ভালো কাজ করতে চাইছে বা যারা এতদিন ধরে আমার সঙ্গে কাজ করে আসছিল তারাই একমাত্র বলছে ।" তবে এনিয়ে কোনও মন খারাপ নেই বলেও জানিয়েছেন তিনি ।