কলকাতা, 11 মার্চ: টেলিভিশনের তারকা কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করল তথ্য ও সংস্কৃতি বিভাগ, (Tele Academy Awards 2022)। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এদিন বসেছিল চাঁদের হাট । এবার তাঁর জনপ্রিয় রিয়েলিটি শোয়ের জন্য সেরা সঞ্চালকের পুরস্কার জিতে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সৌরভের সঞ্চালনাতেই আজকের উচ্চতায় জনপ্রিয় শো 'দাদাগিরি' । কেবলমাত্র একটি মরশুম ছাড়া বাকি সব মরশুমেই সঞ্চালক ছিলেন দাদাই ৷
আর দাদার সঞ্চালনায় মুগ্ধ গোটা বাংলা । তারই ফলশ্রুতি এই পুরস্কার । দাদার প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি দাদাকেও নানান প্রশ্নে জেরবার করেন প্রতিযোগীরা । কদিন আগেই মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্যর মধ্যে পার্থক্য কী- এই প্রশ্ন করে বসেছিলেন অভিনেত্রী মানসী সিনহা । খুব কৌশলে বুদ্ধিদীপ্ত উত্তর দেন দাদা । এরকম ঘটনা চলতে থাকে প্রায়ই । আর বুদ্ধিমত্তার সঙ্গে সামলে নেন মহারাজ । একজন সঞ্চালক হিসেবে তাঁর সকলকে আপন করে নেওয়ার ক্ষমতাও রীতিমত মুগ্ধ করেছে দর্শকদের ৷