কলকাতা, 21 মার্চ: ব্যস্ত নায়িকা তিনি । চলছে তাঁর নতুন 'ভয় পেও না'-র কাজ। নবীন পরিচালক অয়ন দের পরিচালনায় এই ছবিতে শ্রাবন্তী জুটি বাঁধছেন ওম সাহানির সঙ্গে । ছবিতে তিনি ভয় পাচ্ছেন নাকি পাওয়াচ্ছেন তা নিয়ে জল্পনা তুঙ্গে । কিন্তু মুখে টুঁ শব্দটি নেই পরিচালকের । পাশাপাশি রাজনৈতিক স্তরেও ব্যস্ত শ্রাবন্তী । সম্প্রতি গেরুয়া শিবির ছেড়ে শাসকদলে নাম লিখিয়েছেন অভিনেত্রী । এহেন ব্যস্ত অভিনেত্রী দোলের আবহে হাজির হন 'দাদাগিরি'র মঞ্চে ।
আর সৌরভের দৌলতেই জানা গেল তাঁর আরও একটি গুণের কথা । শুধু অভিনয় নয়, দারুণ মিমিক্রিও করতে পারেন শ্রাবন্তী । 'দাদাগিরি'র মঞ্চে উঠে এল সেই গোপন প্রতিভার কিছু ঝলক । যদিও এর আগেও 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে হুবহু শিশুদের কণ্ঠে কথা বলে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী । এদিন শুরুতেই অভিনেত্রী গুপি বাঘার সেই ভূতের রাজার ভঙ্গিতে কথা বলে শোনান তিনি । এরপর পুরুষ কণ্ঠেও কথা বলে শোনান শ্রাবন্তী । বোঝার উপায় নেই কণ্ঠটি অভিনেত্রীর । এদিন শিশুদের কণ্ঠে কথা বলেও শোনান তিনি ।