কলকাতা, 20 সেপ্টেম্বর:বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন ওয়েব কিং সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। খবরটা আনকোরা নয় । নতুন খবরটা হল, পুজোর পরেই বড় পর্দায় আসছে সৌমজিৎ আদক (Soumyajit Adak) পরিচালিত ছবি 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti)। প্রথমে ওয়েব ফিল্ম হওয়ার কথা ছিল । সম্প্রতি এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা 'রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেইনমেন্ট'।
এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে বড় পর্দায় ডেবিউ করছেন সৌমজিৎ ৷ তাঁর আজ জন্মদিন । আর জন্মদিনেই তিনি বড় পর্দায় ডেবিউ করার বড় খবর দিলেন ইটিভি ভারতকে । সপ্তাহের শুরুতেই সামনে এসেছে ছবির ফার্স্ট লুক । সেখানে মোটা হরফে লেখা, পুজোর পর আসছে । প্রথমে সৌরভের সঙ্গে স্বস্তিকা দত্তর জুটি বাঁধার কথা হয় এই ছবিতে । তবে ব্যস্ততার কারণে স্বস্তিকা সময় দিতে না-পারায়, তাঁর জায়গায় আসেন দর্শনা বণিক ।
সৌম্যজিৎ বলেন, "স্বস্তিকা কাজটা না-করতে পারার কথা জানানোর পরই দর্শনার সঙ্গে কথা বলি । দর্শনা এককথায় রাজি হয় । স্বস্তিকা জানানোর ঠিক পরদিনই ছিল ছবির মহরত । ফলে চরিত্রটা কে করবেন, তা ফাইনাল করা খুব জরুরি ছিল । সৌরভের বিপরীতে দেখা যাবে দর্শনাকেই ।"
আরও পড়ুন:Shamita Shetty: বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা
প্রথমে ওয়েব ফিল্ম হওয়ারই কথা ছিল 'অল্প হলেও সত্যি'র । হঠাৎ বড় পর্দায় নিয়ে আসার কারণ ? প্রশ্নের উত্তরে সৌমজিৎ বলেন, "যে সময়ে 'অল্প হলেও সত্যি' বানানোর কথা হয়, তখনও খোলেনি সিনেমা হল । তাই ওটিটি-ই একমাত্র উপায় ছিল । পরে ছবির নির্মাণ দেখে খুশি হয় প্রযোজনা সংস্থা । তাছাড়া সিনেমা হলও খুলে গিয়েছে । সেই কারণেই এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা ।"