পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাবাকে নিয়ে কোনও গুজব না ছড়ানোর আবেদন সৌমিত্র কন্যার - soumitra chatterjee

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংক্রান্ত একাধিক গুজব রটে গিয়েছে সোশাল মিডিয়ায় । ভাইরাল হয়েছে মেডিকেল বুলেটিন ও তাঁর বর্তমান অবস্থার একাধিক ছবি । আর এই পরিস্থিতিতে বাবার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও গুজব যাতে রটানো না হয় তার জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছেন পৌলমী বোস ।

da
sdf

By

Published : Oct 14, 2020, 6:11 PM IST

মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, সংকট এখনও কাটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত একাধিক গুজব রটে গিয়েছে সোশাল মিডিয়ায় । এমনকী, ভাইরাল হয়েছে মেডিকেল বুলেটিন ও তাঁর বর্তমান অবস্থার একাধিক ছবিও । তবে এই পরিস্থিতিতে বাবার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও গুজব যাতে রটানো না হয় তার জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছেন পৌলমী বোস ।

সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন পৌলমী । সেখানে লেখেন, "কোরোনায় আক্রান্ত আমার বাবা সৌমিত্র চ্যাটার্জি । তাঁর শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে আমরা উদ্বেগের মধ্যে রয়েছি । এই পরিস্থিতিতে কোনও অনুমতি ছাড়া তাঁর ICU-তে শুয়ে থাকার ও মেডিকেল বুলেটিনের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে । যা দেখে আমরা শোকাহত ও মর্মাহত ।"

তিনি আরও লেখেন, "দয়া করে এইগুলি নিয়ে গোপনীয়তা বজায় রাখুন ও তাঁকে প্রাপ্ত সম্মানটুকু দিন । এই ধরনের ছবি বা তথ্য শেয়ার করবেন না । আর এই নিয়ে কোনও গুজবে কান দেবেন না ও এতে প্রশ্রয় দেবেন না । এটা পরিবারের তরফে আপনাদের কাছে আবেদন করছি ।"

ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষা করানো হয় । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।

আজ সকালে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা প্রসঙ্গে ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, "এখন সৌমিত্রবাবুর শরীরিক অবস্থা স্থিতিশীল । সব প্যারামিটার স্বাভাবিক আছে । শরীরে সোডিয়ামের মাত্রাও বেড়েছে । তবে সংকট এখনও কাটেনি ।" আর এইমাত্র পাওয়া গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিকেল বুলেটিন । কেমন আছেন অভিনেতা ?

এছাড়া হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর নিউরো অ্যাসেসমেন্ট চলবে । এনসেফ্যালোপ্যাথি চিকিৎসায় পরিবর্তন আসতে পারে । কোরোনার পাশাপাশি সংক্রমণের চিকিৎসা হতে পারে । রক্তচাপের উপর নজর রাখা হচ্ছে । স্নায়ুতে উন্নতি হওয়ায়, ইনভেসিভ এয়ারওয়ে প্রটেকশন দেওয়া হচ্ছে না । স্টেরয়েডের মাত্রা কমানো হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details