মুম্বই : কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সৌমিত্র চট্টোপাধ্যায় । তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও, সংকট এখনও কাটেনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । এদিকে ইতিমধ্যেই তাঁর শারীরিক অবস্থা সংক্রান্ত একাধিক গুজব রটে গিয়েছে সোশাল মিডিয়ায় । এমনকী, ভাইরাল হয়েছে মেডিকেল বুলেটিন ও তাঁর বর্তমান অবস্থার একাধিক ছবিও । তবে এই পরিস্থিতিতে বাবার শারীরিক অবস্থা সংক্রান্ত কোনও গুজব যাতে রটানো না হয় তার জন্য অনুরাগীদের কাছে আবেদন করেছেন পৌলমী বোস ।
সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন পৌলমী । সেখানে লেখেন, "কোরোনায় আক্রান্ত আমার বাবা সৌমিত্র চ্যাটার্জি । তাঁর শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে আমরা উদ্বেগের মধ্যে রয়েছি । এই পরিস্থিতিতে কোনও অনুমতি ছাড়া তাঁর ICU-তে শুয়ে থাকার ও মেডিকেল বুলেটিনের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে । যা দেখে আমরা শোকাহত ও মর্মাহত ।"
তিনি আরও লেখেন, "দয়া করে এইগুলি নিয়ে গোপনীয়তা বজায় রাখুন ও তাঁকে প্রাপ্ত সম্মানটুকু দিন । এই ধরনের ছবি বা তথ্য শেয়ার করবেন না । আর এই নিয়ে কোনও গুজবে কান দেবেন না ও এতে প্রশ্রয় দেবেন না । এটা পরিবারের তরফে আপনাদের কাছে আবেদন করছি ।"
-
Amidst this time of huge anxiety over the health of my Covid-afflicted father, Soumitra Chatterjee, we are extremely...
Posted by Poulami Bose on Tuesday, 13 October 2020
ভারতলক্ষ্মী স্টুডিয়োতে সব নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজের উপর তৈরি তথ্যচিত্রের শুটিং করছিলেন সৌমিত্রবাবু । 1 অক্টোবর শুটিং শেষ হয় । তারপর 2 অক্টোবর থেকেই অসুস্থবোধ করছিলেন তিনি । এরপর বাবার শরীরের কথা চিন্তা করে পরবর্তী শুটিংয়ের তারিখ বাতিল করে দেন পৌলমী । এদিকে কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 5 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষা করানো হয় । 6 অক্টোবর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি ।
আজ সকালে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা প্রসঙ্গে ওই বেসরকারি হাসপাতালের CEO প্রদীপ ট্যান্ডন বলেন, "এখন সৌমিত্রবাবুর শরীরিক অবস্থা স্থিতিশীল । সব প্যারামিটার স্বাভাবিক আছে । শরীরে সোডিয়ামের মাত্রাও বেড়েছে । তবে সংকট এখনও কাটেনি ।" আর এইমাত্র পাওয়া গেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেডিকেল বুলেটিন । কেমন আছেন অভিনেতা ?
এছাড়া হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর নিউরো অ্যাসেসমেন্ট চলবে । এনসেফ্যালোপ্যাথি চিকিৎসায় পরিবর্তন আসতে পারে । কোরোনার পাশাপাশি সংক্রমণের চিকিৎসা হতে পারে । রক্তচাপের উপর নজর রাখা হচ্ছে । স্নায়ুতে উন্নতি হওয়ায়, ইনভেসিভ এয়ারওয়ে প্রটেকশন দেওয়া হচ্ছে না । স্টেরয়েডের মাত্রা কমানো হতে পারে ।