কলকাতা, 10 মে: তিনি চলে গিয়েছেন ৷ তবে তাঁর কাজ এখনও রয়ে গিয়েছে আমাদের মনের মণিকোঠায় ৷ আবারও তাঁর দেখা মিলবে, এ বার ওয়েব সিরিজে ৷ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ ওয়েব সিরিজ নেক্সট এ বার চলে আসছে আপনাদের হাতের মুঠোয় ৷ আগামী 12 মে থেকে ক্লিক অ্যাপে হবে নেক্সটের স্ট্রিমিং ৷
পরিচালক সন্দীপ সরকার পরিচালিত ক্রাইম থ্রিলারে রয়েছে টানটান উত্তেজনা ৷ গল্পটিতে টলিউডের একের পর এক বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীর মৃত্যু ঘটে ৷ এর কারণ কী, এর পেছনে কী রহস্য রয়েছে, এই সব কিছুর উত্তর দেবে নেক্সট ।
আরও পড়ুন:'কত নীচে নামবে,' ট্রোলারের উদ্দেশ্যে সোনু
সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ওয়েব সিরিজে কাজ করেছেন সব্যসাচী চক্রবর্তী, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমন বন্দ্যোপাধ্যায় ও সমদর্শী-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা । ফেলুদার মতো এখানেও সব্যসাচী চক্রবর্তীকে দেখা যাবে রহস্যের সমাধান খুঁজতে । চন্দন সেনও রয়েছেন গুরুত্ব ভূমিকায় ৷ রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী মধুমিতা সরকার ৷
ইতিমধ্যেই নেক্সটের ট্রেলার মানুষের নজর কেড়েছে ৷ সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর ওয়েব সিরিজের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা ৷