পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগের নয়, করাতে হয়নি ডায়ালিসিস

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কোনও উদ্বেগের কারণ ঘটেনি । একই রকম রয়েছেন, ভালো আছেন । রক্তচাপ স্থিতিশীল রয়েছে । হৃদযন্ত্র স্থিতিশীল রয়েছে । তবে, হিমোগ্লোবিনের পরিমাণ সামান্য কমে যাওয়ার কারণে রক্ত এবং প্লেটলেট দেওয়া হয়েছে ।

soumitra chatterjee health update
soumitra chatterjee health update

By

Published : Oct 31, 2020, 5:55 PM IST

কলকাতা, 31 অক্টোবর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে বিশেষ উদ্বেগের কারণ নেই এই মুহূর্তে । আজ অর্থাৎ শনিবার বিকেলে এমনই জানানো হল হাসপাতাল থেকে । এটাও জানানো হয়েছে যে, আজ অভিনেতার ডায়ালিসিস করানো হয়নি । তবে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ায় রক্ত ও প্লেটলেট দেওয়া হয়েছে ।


দক্ষিণ কলকাতার মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে সৌমিত্রর চিকিৎসা চলছে । বেসরকারি ওই হাসপাতাল থেকে প্রতিদিন অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে জানানো হচ্ছে । ভালো-খারাপ মিলিয়ে খবর আসছে তাঁকে নিয়ে । কোনওদিন একটু ভালো তো কোনওদিন আবার সঙ্কটপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা । তাঁকে সুস্থ করে তোলার জন্য দিনরাত পরিশ্রম করছেন মেডিকেল টিম ।

তবে আজ সৌমিত্রর শারীরিক অবস্থার বিষয়ে দীর্ঘ সময় ধরে কিছু জানানো হয়নি হাসপাতালের তরফ থেকে । তাই বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়ে পড়তে থাকে । তবে শেষ পর্যন্ত খবর পাওয়া গেল ।

আরও পড়ুন : সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরবর্তী ডায়ালিসিস নিয়ে সিদ্ধান্ত আগামীকাল

বেসরকারি ওই হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানালেন, "সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় নতুন করে কোনও পরিবর্তন হয়নি । একই রকম রয়েছেন, ভালো আছেন । রক্তচাপ স্থিতিশীল রয়েছে । হৃদযন্ত্র স্থিতিশীল রয়েছে । তবে, হিমোগ্লোবিনের পরিমাণ সামান্য কমে যাওয়ার কারণে রক্ত এবং প্লেটলেট দেওয়া হয়েছে ।"

ডায়ালিসিস না করানো প্রসঙ্গে চিকিৎসক বলেন, "এদিন ডায়ালিসিস না করানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা । অভিনেতাকে পর্যবেক্ষণে রাখছেন তাঁরা । পর্যাপ্ত পরিমাণে ইউরিন আউটপুট হয়েছে । জ্ঞান আগের মতোই রয়েছে । এখনও পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কারণ নেই ।" স্নায়ু সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা ওষুধ দিচ্ছেন বলেও জানিয়েছেন অরিন্দম ।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা করে ETV ভারত ।

ABOUT THE AUTHOR

...view details