পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অস্কারের আসরে সৌমিত্র-স্মরণ, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া - অস্কার 2021

অস্কারের আসরে বিশেষভাবে সম্মানিত করা হল প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, ইরফান খান, কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়া, ঋষি কাপুর ও সুশান্ত সিং রাজপুতকে ৷

soumitra-chatterjee-irrfan-khan-rishi-kapoor-sushant-singh-rajput-and-bhanu-athaiya-remembered-in-oscars-2021
অস্কারের আসরে শ্রদ্ধার্ঘ্য সৌমিত্রকে, সম্মানিত ইরফান-ঋষি-সুশান্ত-আথাইয়া

By

Published : Apr 26, 2021, 12:43 PM IST

Updated : Apr 26, 2021, 12:52 PM IST

লস অ্যাঞ্জেলেস, 26 এপ্রিল: অস্কারের আসরে শ্রদ্ধা জানানো হল বাংলার কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ৷ এ ছাড়াও সম্মানিত করা হয়েছে বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত ও কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়াকে ৷

গত বছর 15 নভেম্বর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ করোনা নেগেটিভ হয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ৷ বাংলা সিনেমায় তাঁর অবদান চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে ৷ তাঁর ফেলু দা সিরিজ, শাখা প্রশাখা, সাত পাকে বাঁধার মতো নানা ছবি বাঙালির মননে আজীবন বেঁচে থাকবে ৷ তাঁর কৃতিত্বের কুর্নিশ জানিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসও ৷ তাদের মেমোরিয়াম বিভাগে জায়গা করে নিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছবি ৷

অস্কারের মেমোরিয়ামে সম্মানিত সৌমিত্র

আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ ইরফান খান ক্যান্সারে 53 বছর বয়সে প্রয়াত হন ৷ 2 বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর গত বছর 29 এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ 2018 সালে নিউরোএনডোক্রাইন টিউমার ধরা পড়ার পর ব্রিটেনে চিকিত্সা চলছিল তাঁর ৷ 93তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরের মেমোরিয়ামের মন্তাজে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কিংবদন্তি এই অভিনেতাকে ৷ হলিউডের নেমসেক, লাইফ অফ পাই, স্লামডগ মিলিয়নেয়ার ও জুরাসিক ওয়ার্ল্ডে অভিনয় করেছেন ইরফান ৷ এ ছাড়াও তাঁর অভিনীত পান সিং তোমর, মকবুল ও বাফটায় মনোনীত লাঞ্চ বক্সে তিনি তাঁর দক্ষতার পরিচয় রেখেছেন ৷

অপরদিকে, গত বছর প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুরকেও শ্রদ্ধা জানিয়েছে অস্কার ৷ তাঁকে বাফটার আসরে শ্রদ্ধা জানানো হয়েছিল ৷ গত বছর ইরফান খানের প্রয়াণের পরদিনই বলিউডে আসে আরও একটা শোকসংবাদ ৷ প্রয়াত হন ঋষি কাপুর ৷ 2018 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ৷ তাঁর চিকিত্সা চলছিল নিউ ইয়র্কে ৷ 2019 সালের সেপ্টেম্বরে তিনি দেশে ফিরেও আসেন ৷ তবে তার কয়েক মাসের মধ্যেই তাঁর জীবনাবসান হয় ৷ ববি, চাঁদনি, অমর আকবর অ্যান্টনি, প্রেম রোগ, নাগিনা, মেরা নাম জোকার, কর্জ, বোল রাধা বোল, দামিনী-সহ একাধিক সুপারহিট ফিল্ম রয়েছে তাঁর ৷

আরও পড়ুন:অস্কারে ইতিহাস, সেরা চিত্র পরিচালকের পুরস্কার জয় প্রথম এশীয় মহিলার

অস্কারের মেমোরিয়ামে জায়গা করে নিয়েছেন বলিউডের আর এক প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতও ৷ গত বছর 14 জুন তাঁর ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মেলে তাঁর দেহ ৷ তাঁর প্রয়াণে তোলপাড় পড়ে যায় দেশজুড়ে ৷ এমএস ধোনি, ছিছোড়ে, দিল বেচারা-সহ বেশ কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন তিনি ৷

অস্কারের আসরে শ্রদ্ধা জানানো কস্টিউম ডিসাইনার ভানু আথাইয়ার জীবনাবসান হয় গত বছর, 91 বছর বয়সে ৷ তিনি লাগান, স্বদেশ, চাঁদনি ও অগ্নিপথ-সহ শতাধিক ফিল্মে কাজ করেছেন ৷ 1982 সালে তিনি গান্ধি ফিল্মের জন্য ভারতের প্রথম অস্কারটি জিতেছিলেন ৷

Last Updated : Apr 26, 2021, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details