কলকাতা : কলকাতায় জোরকদমে চলছে 'SOS কলকাতা'-র শুটিং । মুখ্য চরিত্রে রয়েছেন নুসরত জাহান মিমি চক্রবর্তী, যশ দাশগুপ্ত ও এনা সাহা । ছবিটি প্রযোজনাও করছেন এনা । অংশুমান প্রত্যুষের পরিচালনায় তৈরি এই ছবি মুক্তি পেতে পারে পুজোয় । কলকাতার একটি পাঁচতারা হোটেলে চলছে ছবির শুটিং ।
সন্ত্রাসবাদ নিয়েই ছবি তৈরি করছেন পরিচালক । সব নিয়ম মেনেই চলছে শুটিং । এর আগে 'প্যানথার, 'সুলতান', 'বাজ'-এর মত ছবি পরিচালনা করেছেন অংশুমান । 'SOS কলকাতা'-এ থাকবে প্রচুর অ্যাকশন । ছবি সম্পর্কে অংশুমান বলেন, "আমাদের সকলের জন্য এই কাজে ফেরাটা একটা বড় পদক্ষেপ । আমরা খুবই আনন্দিত । অনেক নিয়ম মেনে কাজ করতে হচ্ছে । গোটা বিষয়টাই বদলে গিয়েছে । সেটা খুবই স্বাভাবিক । সরকারের নির্দেশ মতো আমরা সবটাই মেনে চলছি । এটা আমাদেরই দায়িত্ব ।"
এক ATS অফিসারের চরিত্রে দেখা যাবে যশকে । নিজের চরিত্র সম্পর্কে যশ বলেন, "যেখানে আমরা একটা বাস্তব চরিত্র নিয়ে কাজ করছি, সেখানে জিনিসগুলো আরও কঠিন হয়ে যায় ।" যশের কাছে এ যেন এক নতুন অভিজ্ঞতা ।
এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি এনার । বিষয়টি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী । ছবিতে তাঁর চরিত্রর নাম এঞ্জেল । চরিত্র সম্পর্কে এনা বলেন, "সব নিয়ম মেনে, গরমের মধ্যে গ্লাভস-মাস্ক পরে কাজ করা খুব কঠিন । তার উপর প্রযোজনাও করছি । সবটা মিলিয়ে ভীষণ ভালো লাগছে । একজন ফ্রন্ট ডেস্ক ম্যানেজারের চরিত্র আমার । আমাদের ছবির গুরুত্বপূর্ণ বার্তা এটাই, যে সব মানুষের মধ্যেই একটা হিরো লুকিয়ে থাকে । সেটা দরকারের সময় বেরিয়ে আসে ।"
সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি । এখানে সঞ্জনার চরিত্রে অভিনয় করছেন মিমি । তিনি বলেন, "আমরা সবধরনের নিয়ম মেনেই এই ছবিতে কাজ করছি । প্রত্যেকদিন সেট স্যানিটাইজ় করা হচ্ছে । আপনারা সকলে প্রার্থনা করুন আমরা যেন সুস্থভাবে শুটিং শেষ করতে পারি । যাতে এই পুজোয় আপনাদের একটা ভালো ছবি উপহার দিতে পারি ।"
ছবিতে ম্যান্ডার চরিত্রে অভিনয় করছেন নুসরত । বহুদিন ধরে এরকম একটা চরিত্রে কাজ করার ইচ্ছে ছিল তাঁর । সেই ইচ্ছেপূরণ করল 'SOS কলকাতা'। ছবির শুটিং নিয়ে অভিনেত্রী বলেন, "আমরা প্রত্যেকে নিয়ম মেনে শুটিং করছি । খুব ছোটো টিম নিয়ে কাজ করা হচ্ছে । অনেক বড় টিমেরও যখন প্রয়োজন হয়েছে, আমরা সেটা ভাগ ভাগ করে করেছি । আমি আমার চরিত্রটা ভালোবেসে ফেলেছি । সে খুব স্মার্ট, ইন্টেলিজেন্ট এবং উইটি । চরিত্রটার মধ্যে খুব নতুনত্ব আছে । আমাদের ইন্ডাস্ট্রিতে এখনও সেটা কেউ করেনি । এই সুযোগটা পেয়ে আমি খুব খুশি ।"