মুম্বই, 20 সেপ্টেম্বর : তাঁর অফিসে আয়কর হানা নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউডের অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তাঁর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলেছিল সিআরবিটি (Central Board of Direct Taxes) ৷ যদিও এ নিয়ে এতদিন কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা ৷ তবে এ বার নীরবতা ভেঙে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিবৃতি দিলেন তিনি ৷
সোনু সুদ তাঁর পোস্টে লিখেছেন, "গল্পে তোমার দিকটাকে সবসময় তোমাকেই বলতে হয় না ৷ সময়ই সেই কাজটা করে দেয় ৷ আমার সমস্ত শক্তি ও হৃদয় দিয়ে আমি ভারতের জনগণকে সেবা করার অঙ্গীকার করেছি ৷ আমার ফাউন্ডেশনের প্রতিটা টাকা একটি অমূল্য প্রাণকে বাঁচানোর জন্য এবং গরিবদের কাছে পৌঁছনোর জন্য অপেক্ষা করে রয়েছে ৷"
অনেক সময় তিনি মানবতার খাতিরে তাঁর এনডোর্সমেন্ট ফি দান করে দেওয়ার জন্যও বিভিন্ন ব্র্যান্ডকে উদ্বুদ্ধ করেছেন বলে দাবি করেছেন সোনু সুদ ৷ এ ছাড়াও বিবৃতিতে সোনু বলেন, "কয়েকজন অতিথিকে সময় দিতে গিয়ে আমি গত চার দিন আপনাদের দিকে তাকাতে পারিনি ৷ আবার আমি নম্রভাবে আপনাদের সেবায় হাজির, আজীবনের জন্য ৷"
আরও পড়ুন:Sonu Sood : 20 কোটির কর ফাঁকির অভিযোগ, বিপদ বাড়ছে সোনু সুদের