পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sonu Sood: সময় সব বলবে, করফাঁকির অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন সোনু সুদ - সোনু সুদের খবর

তাঁর বিরুদ্ধে উঠেছে আয়কর ফাঁকির অভিযোগ ৷ নীরবতা ভেঙে এ বার সেই নিয়ে মুখ খুললেন বলিউডের অভিনেতা সোনু সুদ (Sonu Sood)৷

sonu-sood-breaks-his-silence-on-i-t-raid-controversy
সময় সব বলবে, করফাঁকির অভিযোগ নিয়ে নীরবতা ভাঙলেন সোনু সুদ

By

Published : Sep 20, 2021, 4:39 PM IST

মুম্বই, 20 সেপ্টেম্বর : তাঁর অফিসে আয়কর হানা নিয়ে অবশেষে মুখ খুললেন বলিউডের অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ তাঁর ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলেছিল সিআরবিটি (Central Board of Direct Taxes) ৷ যদিও এ নিয়ে এতদিন কোনও প্রতিক্রিয়া দেননি অভিনেতা ৷ তবে এ বার নীরবতা ভেঙে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিবৃতি দিলেন তিনি ৷

সোনু সুদ তাঁর পোস্টে লিখেছেন, "গল্পে তোমার দিকটাকে সবসময় তোমাকেই বলতে হয় না ৷ সময়ই সেই কাজটা করে দেয় ৷ আমার সমস্ত শক্তি ও হৃদয় দিয়ে আমি ভারতের জনগণকে সেবা করার অঙ্গীকার করেছি ৷ আমার ফাউন্ডেশনের প্রতিটা টাকা একটি অমূল্য প্রাণকে বাঁচানোর জন্য এবং গরিবদের কাছে পৌঁছনোর জন্য অপেক্ষা করে রয়েছে ৷"

অনেক সময় তিনি মানবতার খাতিরে তাঁর এনডোর্সমেন্ট ফি দান করে দেওয়ার জন্যও বিভিন্ন ব্র্যান্ডকে উদ্বুদ্ধ করেছেন বলে দাবি করেছেন সোনু সুদ ৷ এ ছাড়াও বিবৃতিতে সোনু বলেন, "কয়েকজন অতিথিকে সময় দিতে গিয়ে আমি গত চার দিন আপনাদের দিকে তাকাতে পারিনি ৷ আবার আমি নম্রভাবে আপনাদের সেবায় হাজির, আজীবনের জন্য ৷"

আরও পড়ুন:Sonu Sood : 20 কোটির কর ফাঁকির অভিযোগ, বিপদ বাড়ছে সোনু সুদের

সোনু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে 20 কোটি টাকা কর ফাঁকির অভিযোগ তুলেছে সিআরবিটি ৷ তাদের দাবি, সদ্য সোনু সুদের বাড়িতে আয়কর বিভাগ (Income Tax Department) অভিযান চালানোর পরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷ এই ঘটনায় নাম জড়িয়েছে লখনউয়ের একটি সংস্থারও ৷ সিআরবিটি-র দাবি, সোনু তাঁর আয় বহির্ভূত রোজগারকে ভুয়ো ঋণ হিসাবে দেখানোর চেষ্টা করেছেন ৷ যাঁদের কাছ থেকে তিনি সেই ঋণ নিয়েছেন বলে দাবি করেছেন, তাঁদেরও কোনও অস্তিত্ব মেলেনি ৷

আরও পড়ুন :ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোনু সুদ

একইসঙ্গে, সোনুর বিরুদ্ধে এফসিআর আইন (Foreign Contribution Regulation Act) ভঙ্গেরও অভিযোগ আনা হয়েছে ৷ সূত্রের দাবি, বিদেশ থেকে অনুদান সংগ্রহের সময় এই আইন ভঙ্গ করেছেন তিনি ৷ গত 15 সেপ্টেম্বর সোনু সুদ ও লখনউয়ের সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহে নামে সিআরবিটি ৷ তারা জানিয়েছে, আগামী দিনেও এই কাজ চলবে ৷ আয়কর বিভাগের দাবি, সোনুর বাড়িতে তল্লাশি চলাকালীনই তাঁর বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ সামনে আসে ৷

আরও পড়ুন :Sonu Sood: 48-এ সোনু সুদ, কেক কেটে হল সেলিব্রেশন

ABOUT THE AUTHOR

...view details