কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান'। 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী । মুক্তি পেল ছবির গান 'মৃতের শহর' । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।
ইঞ্জিনিয়ারিং ছেড়ে পরিচালনায় মন দিয়েছেন অভিরূপ । এর আগেও 'কে : সিক্রেট আই' বলে একটি ছবি তৈরি করেছিলেন তিনি । এরপর 'জ়ম্বিস্তান' পরিচালনা করছেন । ছবির গল্প 2030 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে । ছবির গল্পে দর্শকরা দেখতে পাবেন, বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । তখনই ছবির মুখ্য চরিত্রগুলির একে অপরের সঙ্গে দেখা হয় । তনুশ্রীর চরিত্রটির নাম আখিরা । আর রুদ্রনীলের চরিত্রের নাম অনীল ।