পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মুক্তি পেল 'জ়ম্বিস্তান'-এর গান - জ়ম্বিস্তান

মুক্তি পেল 'জ়ম্বিস্তান' ছবির গান 'মৃতের শহর' । ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী । সব ঠিক থাকলে 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

gh
gf

By

Published : Dec 9, 2019, 5:37 PM IST

কলকাতা : অভিরূপ ঘোষের পরিচালনায় এই প্রথম বাংলায় সায়েন্স ফিকশন ছবি দেখতে পাবে দর্শক । ছবির নাম 'জ়ম্বিস্তান'। 13 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি । মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ ও তনুশ্রী চক্রবর্তী । মুক্তি পেল ছবির গান 'মৃতের শহর' । কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ।

মিউজ়িক লঞ্চ অনুষ্ঠান

ইঞ্জিনিয়ারিং ছেড়ে পরিচালনায় মন দিয়েছেন অভিরূপ । এর আগেও 'কে : সিক্রেট আই' বলে একটি ছবি তৈরি করেছিলেন তিনি । এরপর 'জ়ম্বিস্তান' পরিচালনা করছেন । ছবির গল্প 2030 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে । ছবির গল্পে দর্শকরা দেখতে পাবেন, বায়োকেমিকাল অস্ত্রের প্রভাবে মানুষের অস্তিত্ব বিপন্ন । এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সমগ্র জীবকূল ধ্বংসের হয়ে যাচ্ছে । সেই ভয়ংকর অবস্থার মধ্যেও কয়েকজন বাঁচার চেষ্টা করছেন । তখনই ছবির মুখ্য চরিত্রগুলির একে অপরের সঙ্গে দেখা হয় । তনুশ্রীর চরিত্রটির নাম আখিরা । আর রুদ্রনীলের চরিত্রের নাম অনীল ।

দেখুন ভিডিয়ো

ছবি সম্পর্কে রজতাভ বলেন, "এটা 2030 সালের গল্প । এক কথায় বলতে গেলে এটা মানুষের একটা বেঁচে থাকার লড়াইয়ের গল্প । কারণ 2030 সালে মানুষ নরখাদক হয়ে উঠছে সেখান থেকে গুটি কয়েকজন কীভাবে বাকিদেরকে উদ্ধার করে এই ছবি সেই গল্পই বলে ।"

এই ছবিতে গান গেয়েছেন তিমির বিশ্বাস । তিনি বলেন, "এই ধরনের ছবিতে সংগীত যে হবে সেটা ভাবাই একটা দুঃসাহসিক ব্যাপার । এই বিষয়কে কেন্দ্র করে আমরা যে সব ছবি দেখি সেখানে গান খুব একটা ব্যবহার করা হয়নি । কিন্তু, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব গুরুত্বপূর্ণ । ছবির গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমি এখানে গান ব্যবহার করেছি ।"

ABOUT THE AUTHOR

...view details