মুম্বই, 8 মার্চ:প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা (Sonakshi Sinha rubbishes non bailable warrant reports) জারি হয়েছে বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে (Sonakshi rubbishes non-bailable warrant report)! বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর রটেছে ৷ তবে এটা নিতান্তই গুজব বলে দাবি করলেন দাবাং অভিনেত্রী ৷ তাঁকে হেনস্থা করার জন্যই এই মিথ্যে খবর রটানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷
খবর রটেছিল যে, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য উদ্যোক্তাদের থেকে বিরাট পরিমাণ অর্থ নিয়েছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha on warrant in fraud case) ৷ তবে তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি ৷ এরপর আয়োজকরা তাঁর থেকে সেই টাকা ফেরত চাইলে তিনি নাকি তা দিতে অস্বীকার করেন ৷ এরপরই নাকি তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি হয় ৷
তবে এই খবরকে সর্বৈব মিথ্যে ও ভিত্তিহীন বলে দাবি করেছেন শত্রু-কন্যা (Sonakshi Sinha latest news)৷ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে তিনি বলেন, "সংবাদমাধ্যমে এমন গুজব ঘুরছে যে, আমার বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করা হয়েছে ৷ আমার কারও কাছ থেকে এই খবরের সত্যতা যাচাই না করেই এই গুজব রটিয়ে দেওয়া হয়েছে ৷ এটা একেবারে নিখাদ গল্প আর আমাকে হেনস্থা করার জন্যই এটা করা হয়েছে ৷ আমি সব সংবাদমাধ্যম, সাংবাদিকদের কাছে অনুরোধ করছি যে, এই ভুয়ো খবর প্রচার করবেন না ৷ কারণ পাবলিসিটি পেতে এই কাজ ব্যক্তিবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত ৷"