কলকাতা, 10 নভেম্বর : রিয়েল লাইফ জুটির সঙ্গে রিলে বন্দি হতে চলেছেন সোমরাজ মাইতি । আছেন বনি সেনগুপ্তও ।
বড় পর্দায় ব্যাক টু ব্যাক দুটি কাজ চলছে টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতির (Somraj Maity)। সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ পরিচালিত 'জয় কালী কলকাত্তাওয়ালি' ছাড়াও আরেকটি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বলে নিজেই জানিয়েছেন ইটিভি ভারতকে । রাজা চন্দর আগামী ছবি 'আম্রপালী'তে (Amrapali) অভিনয় করছেন সোমরাজ । রয়েছেন বনি সেনগুপ্তর মতো হেভিওয়েট অভিনেতাও । এ ছাড়াও থাকছেন সোমরাজের অফস্ক্রিন প্রেমিকা আয়ূষী তালুকদার (Ayushi Talukder) । এই তিনজনের মধ্যেই চলবে ত্রিকোণ প্রেম ।
ফ্লেভারটা চমক হিসেবেই থাক । গল্পটা রাজা চন্দের । গল্পের চিত্রনাট্য বাঁধবেন আদিত্য সেনগুপ্ত । জানালেন সোমরাজ । বললেন, "ছবিটা অনেকদিন আগেই ভেবেছিলেন রাজাদা । কিন্তু হয়ে উঠছিল না । এ বার অপেক্ষার অবসান । ছবিতে আমার বাবা একজন রাজনীতিবিদ । বাবার চরিত্রে রয়েছেন অরিন্দম গাঙ্গুলি । বাবা চায়, আমার রাজনৈতিক ভিতটা গ্রামে গিয়ে পোক্ত হোক । এবং সেটা সৎ পথে । একজন সৎ এবং সম্মানীয় মাস্টারমশাইয়ের কাছে আমি জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পাই, সেটাই চায় আমার বাবা । পরেরটা চমক । প্রেমের একটা বড় দিক তো আছেই । তাও আবার ত্রিকোণ প্রেম । সুতরাং গণ্ডগোল একটা বাঁধবে প্রেম ঘিরে, তা তো বলার অপেক্ষা রাখে না ।"
আরও পড়ুন:Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে