পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কারও একটা লাথি আমায় দারুণ অনুভূতি দিচ্ছে", জানালেন শুভশ্রী - subhashree ganguly pregnant

ইনস্টাগ্রামে এক নতুন ছবি পোস্ট করেছেন শুভশ্রী । সেখানে আট মাসের গর্ভবতী অভিনেত্রীকে দেখা গিয়েছে ।

fg
dg

By

Published : Aug 17, 2020, 8:47 PM IST

কলকাতা : কয়েকদিন পরই নতুন সদস্য আসতে চলেছে রাজ ও শুভশ্রীর পরিবারে । সুখবরটা এসেছিল লকডাউনের মধ্যেই । সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছিলেন তারকা দম্পতি । দেখতে দেখতে কেটে গিয়েছে আট মাস । লকডাউনের মধ্যে সাধের অনুষ্ঠানও করা হয় । ধুমধাম করে করা না হলেও ঘরোয়া পরিবেশে ঘনিষ্ঠদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । তারপর আর সেভাবে কোনও অনুষ্ঠান হয়নি তাঁদের বাড়িতে । এমনকী, সোশাল মিডিয়াতেও দেখা যায়নি শুভশ্রীকে । তবে অনুরাগীদের নিরাশ করেননি তিনি । আজ সোশাল মিডিয়ায় নতুন ছবি পোস্ট করেন ।

ইনস্টাগ্রামে এক নতুন ছবি পোস্ট করেছেন শুভশ্রী । সেখানে আট মাসের গর্ভবতী অভিনেত্রীকে দেখা গিয়েছে ।

ছবির ক্যাপশনে লেখেন, "কারও একটা লাথি আমায় দারুণ অনুভূতি দিচ্ছে । কোনদিনও ভাবতে পারিনি যে কেউ লাথি মারলেও সেটা ভালো লাগবে ।"

দেখুন সেই পোস্ট...

তবে শুধু সাধের অনুষ্ঠানই নয়, লকডাউনের মধ্যে বিবাহবার্ষিকীর অনুষ্ঠানও পালন করেন তাঁরা । তবে রেস্তরাঁয় নয় । ঘরের মধ্যেই রেস্তরাঁর আমেজ তৈরি করে নেন ।

ABOUT THE AUTHOR

...view details