কলকাতা : গোটা দেশ তাঁর অভিনয়ের ভক্ত । ভারতীয় সিনেমাকে অনেকখানি বদলে দিয়েছিলেন তিনি । পালটে দিয়েছিলেন নায়কের সংজ্ঞাও । এদিকে আজ সকালে মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ইরফান খান । তাঁর মৃত্যুতে শোকাহত অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত । প্রিয় অভিনেতার চলে যাওয়া ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তাঁকে ।
একটা অটোগ্রাফের জন্য ইরফানের পিছনে ছুটেছিলাম : সোহিনী সেনগুপ্ত - irrfan khan
ইরফান খানের মৃত্যুতে শোকাহত অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত । প্রিয় অভিনেতার চলে যাওয়া ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে তাঁকে ।
ETV ভারতকে সোহিনী বলেন, "এই সময়ে অনেকগুলো খারাপ খবরের মধ্যে এটা একটা খারাপ খবর । আমাদের অনেকেরই ছোটো থেকে বড় হওয়ার মধ্যে উনি আছেন, প্রথম ওঁকে 'সেলাম বোম্বে'-তে দেখি । মেনস্ট্রিম চেহারা না হওয়া সত্ত্বেও এত বড় অভিনেতা ছিলেন । সব ধরনের অভিনয় করতে পারতেন । এরকম অভিনেতা খুব কমই আসে । উনি একজন গ্লোবাল অভিনেতা । খুব মিস করব । আমি বোধহয় ওঁর অভিনয় করা কোনও ছবিই দেখতে বাদ দিইনি । সব দেখিছি ।"
একবার অটোগ্রাফের জন্যে ইরফানের পিছনে ছুটে গিয়েছিলেন সোহিনী । বলেন, "অনেকদিন আগে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় দূর থেকে দেখেছিলাম । হেঁটে যাচ্ছিলেন । আমি ফ্যানের মতো পিছনে দৌড়েছিলাম, যদি একটা অটোগ্রাফ পাওয়া যায় সেই আশায় । সেটা তো পাইনি । আমরা যাঁরা ওই সময় বড় হচ্ছিলাম, ইরফান খানের জন্যে এরকম ভালোলাগা অনেকেরই ছিল । আমাদের বড় হওয়ার সময়ের একজন গুরুত্বপূর্ণ মানুষকে হারালাম । একজন অভিনেতা হয়ে তিনি ঘরের মানুষ হয়ে উঠেছিলেন । সবার চোখে জল এসে গিয়েছে আজ ।"