কলকাতা : 2013 সাল থেকে বন্ধুত্ব হলেও 2019 সালে 'জাজমেন্ট ডে' ওয়েব সিরিজ়ে প্রথম একসঙ্গে অভিনয় করেন সোহিনী-রণজয় । আর সেই সিরিজ়ের শুটিংয়েই একে অপরের প্রেমে পড়েন তাঁরা । সম্প্রতি 'জাজমেন্ট ডে'-র একটি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল দু'জনকেই ।
জীবনের এই নতুন মোড় নিয়ে সোহিনীকে প্রশ্ন করলে প্রথমটা একটু অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী । তারপর স্বীকার করে নেন লজ্জামুখে । আমাদের তিনি জানান যে, মনের মানুষের সঙ্গে ভালো আছেন, সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন । কখনই তাঁর কোনও 'প্রিন্স চার্মিং' ছিল না সেই অর্থে..দিনের শেষে একটা সুন্দর সম্পর্ক থাকাটাই আসল, মনে করেন সোহিনী ।