পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মনের মানুষের সঙ্গে ভালো আছেন সোহিনী, জানালেন ETV ভারত সিতারাকে - Sohini Sarkar love life

রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কের কথা কয়েকদিন হল সামনে এনেছেন সোহিনী সরকার । সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সোহিনী আমাদের জানালেন যে, মনের মানুষের সঙ্গে ভালো আছেন তিনি ।

Sohini Sarkar love life
Sohini Sarkar love life

By

Published : Feb 1, 2020, 6:58 PM IST

কলকাতা : 2013 সাল থেকে বন্ধুত্ব হলেও 2019 সালে 'জাজমেন্ট ডে' ওয়েব সিরিজ়ে প্রথম একসঙ্গে অভিনয় করেন সোহিনী-রণজয় । আর সেই সিরিজ়ের শুটিংয়েই একে অপরের প্রেমে পড়েন তাঁরা । সম্প্রতি 'জাজমেন্ট ডে'-র একটি স্পেশাল স্ক্রিনিংয়ে দেখা গেল দু'জনকেই ।

জীবনের এই নতুন মোড় নিয়ে সোহিনীকে প্রশ্ন করলে প্রথমটা একটু অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী । তারপর স্বীকার করে নেন লজ্জামুখে । আমাদের তিনি জানান যে, মনের মানুষের সঙ্গে ভালো আছেন, সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন । কখনই তাঁর কোনও 'প্রিন্স চার্মিং' ছিল না সেই অর্থে..দিনের শেষে একটা সুন্দর সম্পর্ক থাকাটাই আসল, মনে করেন সোহিনী ।

দু'জনে..

তিনি বলেন, "কখন কে কোথায় থাকে বলা যায় না, জীবন তো খুব অপ্রত্যাশিত । ভালো লাগছে, ভালো আছি । আমি যেমন ঠিক তেমন ভাবেই আছি । এরকম সুন্দর মুহূর্ত কাটানোটাই আমার জন্য প্রয়োজনীয় বিষয় । কৃতজ্ঞ.."

যদিও এদিন রণজয়ের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । ভিডিয়োয় শুনে নিন সোহিনীর বক্তব্য..

সোহিনীর অনুভূতি

ABOUT THE AUTHOR

...view details