পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Jeh's First Rakhi : জেহ-র প্রথম রাখির ছবি পোস্ট সোহার, আপ্লুত নেটিজেন - জেহ

সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুুরের (Kareena Kapoor) ছোট ছেলে ছোট্ট জেহ (Jeh Ali Khan)-কে রাখি পরাচ্ছে সোহা আলি খানের কন্যা ইনায়া (Inaaya Naumi Kemmu)৷ মিষ্টি এই ছবি পোস্ট করে নেট নাগরিকদের মন করে নিলেন সোহা আলি খান ৷

soha-ali-khan-shares-picture-of-jeh-ali-khans-first-rakhi
জেহ-র প্রথম রাখির ছবি পোস্ট সোহার, আপ্লুত নেটিজেন

By

Published : Aug 24, 2021, 8:25 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট :বয়স সবে 6 মাস ৷ তবে এই বয়সেই বেশ জনপ্রিয় সে ৷ কারণটা আর কিছুই নয় ৷ একরত্তির বাবা-মায়ের নাম সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কাপুর (Kareena Kapoor)৷ এই সেলেব দম্পতির দ্বিতীয় পুত্রজেহ-ও (Jeh Ali Khan) এ বার রাখি পরল ৷ তাকে জীবনের প্রথম রাখিটি পরিয়েছেও আর এক ছোট্ট প্রাণ ৷ সোহা আলি খানের (Soha Ali Khan) কন্যা ইনায়া নাওমি খেমু (Inaaya Naumi Kemmu)৷ সোশ্যাল মিডিয়ায় ছোট্ট দুই ভাই-বোনের মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোহা ৷

রাখিবন্ধনে দাদা সইফ আলি খান ও তাঁর ছেলে তৈমুর আলি খানের সঙ্গে কাটিয়েছেন সোহা আলি খান ৷ সে দিনেরই একটি সুন্দর ছবি এ বার তিনি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় ৷ নিজের ইনস্টাগ্রামে কন্যা ইনায়া ও সইফ-করিনার ছোট ছেলে জেহ আলি খানের ছবি পোস্ট করেছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "প্রথম রাখি (First rakhi) ৷"

আরও পড়ুন:Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

এই ছবি মন জয় করে নিয়েছে নেট নাগরিকদের ৷ ভক্ত ও অনুরাগীরা হার্ট ইমোজিতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সকে ৷ নেহা ধুপিয়ার (Neha Dhupia) মতো সেলিব্রিটিও নিজের ভালবাসা জানিয়েছেন জেহ-ইনায়াকে ৷

আরও পড়ুন:Sreelekha Mitra: সৌন্দর্যের গোপন রহস্য কী ? শ্রীলেখার জবাব - এজ নো বার, সেক্স বারবার

এর আগে, রাখির সেলিব্রেশনের ছবিও শেয়ার করেছিলেন সোহা আলি খান ৷ সেই ছবিতে সইফ, তৈমুর (Taimur Ali Khan), ইনায়া ও তাঁকে দেখা গিয়েছে ৷ ছবিতে ভাইকে রাখি পরানোর চেষ্টা চালাচ্ছে একরত্তি ইনায়া ৷

আরও পড়ুন:Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

মালদ্বীপে ছুটি কাটিয়ে 22 অগস্ট রাখিবন্ধনের (Raksha Bandhan) দিনই ফেরেন করিনা ও সইফ ৷ দুই ছেলেকে নিয়ে মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁদের ৷ হলিডে প্যারাডাইসে সইফের জন্মদিন পালনের পর বাড়ি ফেরেন তাঁরা ৷

আরও পড়ুন:Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

ABOUT THE AUTHOR

...view details