কলকাতা : টেক অফ করার আগেই নানা বিতর্কে জড়াচ্ছে 'ফেলুদা ফেরত' । সৃজিত মুখার্জির কাজ মানে সেখানে একটু বিতর্ক তো থাকবেই । 'ফেলুদা ফেরত' নিয়ে সাম্প্রতিকতম সমস্যাটা হল তার ক্রেডিট কার্ড নিয়ে । সেখানে written by-এর জায়গায় সত্যজিৎ রায়ের পরিবর্তে কেন সৃজিতের নাম ? এই নিয়েই দানা বাঁধে ঝামেলা ।
যে কোনও ফিল্ম বা সিরিজ়ের ক্ষেত্রে এই written by বলতে স্ক্রিপ্ট লেখার কথা বলা হয় । কারও গল্প অবলম্বনে প্রজেক্টটি তৈরি হলে based on-এর জায়গায় সেই সাহিত্যিকের নাম লেখা হয় এবং written by-এর জায়গায় স্ক্রিপ্ট লেখকের নাম লেখা হয় । 'ফেলুদা ফেরত'-এর স্ক্রিপ্ট সৃজিতের লেখা । ফলে ক্রেডিট কার্ডে written by সৃজিত মুখার্জি লেখা ছিল ।