কলকাতা : প্রয়াত এস পি বালাসুব্রমনিয়ম । এক মাসেরও বেশি সময় ধরে চেন্নাইয়ের এমজিএম হেল্থকেয়ারে ভরতি ছিলেন তিনি । আজ সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন উষা উত্থুপ ।
এস পি স্যারের চলে যাওয়ায় আমার ক্ষতি হল : উষা উত্থুপ - sp balasubramanyam death
এস পি বালাসুব্রমনিয়মে প্রয়াণে শোকপ্রকাশ করেছেন উষা উত্থুপ । ETV ভারতের সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি ।
আজ বড়ই ব্যথিত এবং দুঃখিত উষা । প্রিয় এস পি স্যারের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি । কাঁদতে কাঁদতে ETV ভারতকে বলেন, "এই খবরটা সহ্য করতে পারছি না । অনেক আগে চলে গেলেন এস পি স্যার । আমার নিজের ক্ষতি হয়েছে আজ । আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়েছে । শুধু একজন দারুণ গায়ক তো ছিলেন না, একজন অসাধারণ মনের মানুষ ছিলেন তিনি । ওঁর মতো এতো ভালো মানুষ আমি কোথাও দেখিনি ।"
এস পি বালাসুব্রমনিয়মের সঙ্গে বেশ কয়েকবার কাজ করার সুযোগ পেয়েছিলেন উষা । তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি । বলেন, "ঈশ্বরের আশীর্বাদ ছিল আমার মাথার উপর, যে তাঁর সঙ্গে এত অনুষ্ঠান করতে পেরেছিলাম । আজকে থেকে তো ওঁর সঙ্গে আলাপ নয় । শুরুর দিকে এস পি স্যারের সঙ্গে ডুয়েট করেছিলাম । সেখানে অভিনেতা এম জি আর ছিলেন । 1969-এর কথা । সেই থেকে আমাদের সম্পর্ক । আমার কাছে এটা একটা বিরাট ক্ষতি । আমার ছেলের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল কোচিনের এক হাসপাতালে । তখন হাসপাতালে বসে এস পি স্যারকে ফোন করেছিলাম । তিনি প্রোগ্রাম করতে এসেছিলেন সেখানে । ফোন পেয়ে আমার সঙ্গে দেখা করেছিলেন । তারপরে সে আমার মেয়েকে গান শুনিয়েছিলেন, আমার ছেলে তখন ঘুমিয়ে ছিল । ওটা আমি কোনওদিন ভুলতে পারব না...।"