পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এস পি বালাসুব্রমনিয়ামের শারীরিক অবস্থা স্থিতিশীল - SP Balasubrahmanyam stable

এমজিএম হেলথকেয়ারের ডিরেক্টর বলেন, "কোরোনার মৃদু উপসর্গ নিয়ে এমজিএম হেলথকেয়ার ভরতি হয়েছিলেন এস পি বালাসুব্রমনিয়াম । এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল । শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক ।"

asd
asd

By

Published : Aug 13, 2020, 10:53 PM IST

Updated : Aug 14, 2020, 7:04 PM IST

চেন্নাই : কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়াম । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি ছিলেন তিনি । তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছিল । তবে এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।

অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়ামের । গলা বসে গিয়েছিল । হালকা হালকা জ্বরও ছিল । আবহাওয়ার পরিবর্তনের জন্য এইরকম অনেক সময়ই হতে পারে । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে কোরোনা পরীক্ষা করান । তারপরই 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

এরপর সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের শারীরিক অবস্থার কথা ফ্যানদের জানান তিনি । এমনকী, ওই অবস্থায় ফ্যানদের চিন্তা না করার পরামর্শও দেন ।

উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকতে বলেছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । এতদিন এমজিএম হেলথকেয়ার ভরতি ছিলেন ।

তবে এখন তাঁর শরীর অনেকটাই ভালো আছে । এমজিএম হেলথকেয়ারের ডিরেক্টর বলেন, "কোরোনার মৃদু উপসর্গ নিয়ে এমজিএম হেলথকেয়ার ভরতি হয়েছিলেন এস পি বালাসুব্রমনিয়াম । এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল । শরীরে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিক ।"

Last Updated : Aug 14, 2020, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details