পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রক্তিমের প্রেমের গান সামিয়ানায় হৃদয় তোলপাড় - রক্তিম চৌধুরীর গান

প্রতিযোগিতার মঞ্চ থেকে বেরিয়ে এ বার নিজের গান নিয়ে হাজির সঙ্গীতশিল্পী রক্তিম চৌধুরী ৷ তাঁর প্রেমের গান সামিয়ানা ইতিমধ্যেই দর্শক মনে দোলা লাগিয়েছে ৷

singer Raktim Chowdhury's new music video winning hearts
হৃদয়ে দোলা লাগাবে রক্তিমের প্রেমের গান সামিয়ানা

By

Published : Jun 27, 2021, 9:04 PM IST

কলকাতা, 27 জুন : গানে ভুবন ভরিয়ে দেওয়ার আশা জাগিয়েছিলেন তরুণ সঙ্গীতশিল্পী রক্তিম চৌধুরী ৷ টেলিভিশনের একটি অনুষ্ঠানে তাঁর গান মানুষের মন জয় করে নিয়েছিল ৷ এ বার একেবারে নিজের গান নিয়ে হাজির এই গায়ক ৷ তাঁর নয়া মিউজিক ভিডিয়ো ইতিমধ্যেই মানুষের মনে দোলা লাগিয়েছে ৷

বেসরকারি একটি টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানের সুবাদে এখন বাংলার ঘরে ঘরে বেশ পরিচিত নাম রক্তিম চৌধুরী ৷ সেই অনুষ্ঠানে তাঁর সুমধুর কণ্ঠে একের পর এক গান সাধারণ শ্রোতা থেকে বিচারক সবার প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ৷ এ বার রক্তিমের একটি মিউজিক ভিডিয়ো মুক্তি পেয়েছে ৷ গানটি দেখা যাচ্ছে কেএসএস মিউজিক ইউ টিউব চ্যানেলে ৷ গানের নাম সামিয়ানা ৷

হৃদয়ে দোলা লাগাবে রক্তিমের প্রেমের গান সামিয়ানা

আরও পড়ুন: 82-তে পঞ্চমদা, জন্মদিনে শ্রদ্ধা জানালেন আশা-লতা-অমিতাভ

আদ্যোপান্ত একটি প্রেমের গান সামিয়ানা ৷ নমুন প্রজন্মের মিষ্টি প্রেমের গল্প শোনায় এই গান ৷ গানটির কথা ও সুর প্রান্তিক-পিয়া জুটির ৷ গানের প্রোগ্রামিং ও অনুষঙ্গ নির্মাণ, মিউজিক ভিডিয়ো পরিচালনা ও সম্পাদনা এবং পোস্ট প্রোডাকশন করেছেন গৌরব গুপ্ত । ভিডিয়োটিতে অভিনয় করেছেন রক্তিম স্বয়ং ৷ তাঁর বিপরীতে দেখা গিয়েছে গার্গী কুণ্ডুকে । ভিডিয়ো ক্যামেরা ও এডিটিং-এর দায়িত্বে ছিলেন শিবম পাল ।

আরও পড়ুন:কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ?

কান সিং সোধার প্রযোজনা সংস্থা কেএসএস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেইনমেন্টের নতুন প্ল্যাটফর্ম কেএসএস দ্য অরিজিনালস অ্যান্ড মিউজিক ৷ ইতিমধ্যেই একাধিক ছোট ছবি ও মিউজিক ভিডিয়ো দর্শকদের উপহার দিয়ে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্ল্যাটফর্ম ৷ এখানেই সম্প্রতি মুক্তি পেয়েছে রক্তিমের মিউজিক ভিডিয়ো সামিয়ানা ।

ABOUT THE AUTHOR

...view details