পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোভিডের জেরে দৃষ্টিশক্তি হারাচ্ছেন গায়িকা পরমা ? - কোভিড 19

কোভিডমুক্ত হওয়ার পরই এক চোখে 80 শতাংশ দৃষ্টি হারিয়েছেন তিনি ৷ ফেসবুক পোস্টে এ কথা জানান গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ৷ কোভিড নিয়ে মানুষকে সতর্কও করেন তিনি ৷ পরে যদিও সেই পোস্ট ডিলিট করে দেন ৷

singer paroma banerjee suffering from eye problem after recovering from covid 19
কোভিডের জেরে দৃষ্টি হারালেন গায়িকা পরমা ?

By

Published : Jun 25, 2021, 8:10 PM IST

কলকাতা, 25 জুন : কোভিড থেকে সেরে ওঠার পর নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় ৷ এবার করোনা থেকে সেরে ওঠার পর নিজের একটি চোখের দৃষ্টিশক্তি 80 শতাংশ হারানোর কথা জানালেন গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ৷ নেট মাধ্যমে নিজেই এ কথা জানান তিনি ৷ কোভিডে অঙ্গহানি হওয়ার সাবধানবাণী দিয়ে মানুষকে সতর্কও করেন ৷ যদিও এই খবর জানাজানি হতেই সংবাদমাধ্যমের থেকে একের পর এক ফোন যেতে শুরু করে তাঁর কাছে ৷ পোস্টটি ডিলিট করে দেন পরমা ৷ পরে আর একটি পোস্ট করে তিনি জানিয়ে দেন, ডাক্তাররা পরীক্ষা-নীরিক্ষা করে দেখছেন ৷ চলতি সপ্তাহের মাঝামাঝি তিনি এ ব্যাপারে সবিস্তারে জানাতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ৷

ঠিক কী হয়েছে ?

ফেসবুকে একটি পোস্ট করেছিলেন পরমা বন্দ্যোপাধ্যায় ৷ তাতে লেখা ছিল, "করোনাভাইরাস থেকে এখনই সাবধান হোন ৷ আক্রান্ত হওয়ার পর আপনি হয়ত প্রাণে বেঁচে যেতে পারেন, কিন্তু প্রয়োজনীয় অঙ্গহানি হতে পারে আপনার ৷ কোনওরকম উপসর্গ ছাড়াই বড় ক্ষতি হতে পারে ৷ গত এক সপ্তাহ আমার জীবন দুঃস্বপ্নের মতো কেটেছে ৷"

আরও পড়ুন:অভিষেকের 29 বছর পূর্তিতেই 'পাঠান'এর শ্যুটিং শুরু শাহরুখের

কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন প্রখ্যাত গায়িকা ৷ এরপর গত শুক্রবার থেকে তিনি বাঁ চোখে ঝাপসা দেখতে থাকেন ৷ তাঁর দৃষ্টিশক্তি প্রায় 80 শতাংশই চলে যায় বলে জানিয়েছেন পরমা ৷ তিনি লিখেছেন, "হঠাৎই আমি বুঝতে পারি, বাঁ চোখে ঝাপসা দেখছি ৷ রবিবারের মধ্যে বাঁ চোখের 80 শতাংশ দৃষ্টি চলে গিয়েছে ৷" তিনি জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরই চিকিৎসকের পরামর্শে কিছু অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন তিনি ৷ এরপর তাঁর চোখে সমস্যা সৃষ্টি হয় ৷ কষ্টের বর্ণনা দিয়ে তিনি জানিয়েছেন, "কোনও ব্যথা নেই ৷ চোখ থেকে জল পড়া নেই ৷ বাড়তি কোনও কষ্টও নেই ৷ কেবল চোখটা যেন ভারী হয়ে আছে ৷ সেই সঙ্গে ক্রমশ আবছা হয়ে যাচ্ছে দৃষ্টিশক্তি ৷"

আরও পড়ুন:শ্যুটিংয়ের পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, নিজের উপর বিশ্বাস রাখার বার্তা নুসরতের

তবে এই পোস্ট ডিলিট করে দিয়ে আরও একটি পোস্ট করেছেন গায়িকা ৷ সেখানে তিনি লিখেছেন, "সংবাদমাধ্যমের বন্ধুদের আমার আন্তরিক অনুরোধ, দয়া করে আমার ডাক্তারকে আপডেটের জন্য এখনই ফোন করবেন না ৷ তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন ৷ চলতি সপ্তাহের মাঝামাঝি আশা করছি নিজের আপডেট দিতে পারব ৷ আমি জানি আপনারা সবাই উদ্বিগ্ন এবং আপনাদের প্রার্থনা নিশ্চয়ই আমায় সাহায্য করবে ৷"

ABOUT THE AUTHOR

...view details