কলকাতা, 28 জুন: অসুস্থ বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন ৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে ৷ গতকাল গভীর রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ শ্বাসকষ্টের পাশাপাশি জ্বরও আছে তাঁর ৷
রবিবার রাত থেকেই অসুস্থতা বোধ করেন 72 বছরের শিল্পী ৷ তাঁর চিকিৎসকরা ঝুঁকি না-নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন ৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের 103 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন কবীর সুমন । তাঁর চিকিৎসা করছেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. সৌমিত্র ঘোষ । তিনি জানিয়েছেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন কবীর সুমন । তাঁর গলাতেও খুবই ব্যথা রয়েছে ৷ ভর্তির সময় তাঁর অক্সিজেনের মাত্রা ছিল 90 ৷ এখন অক্সিজেন দিতে হচ্ছে সঙ্গীতশিল্পীকে ৷ চলছে অন্যান্য ওষুধ ৷
ইতিমধ্যেই তাঁর প্রাথমিক কোভিড পরীক্ষা করা হয়েছে এবং তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে । কিন্তু ডা. ঘোষ জানান, যেহেতু সেই প্রাথমিক পরীক্ষা শুধুমাত্র ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট, তাই তার উপর পুরোপুরি আস্থা রাখার ঝুঁকি তাঁরা নিতে চাইছেন না । কবীর সুমনের আরটি-পিসিআর টেস্টও করা হয়েছে । যদিও সেই পরীক্ষার রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি চিকিৎসকদের । সেই রিপোর্ট হাতে পেলে তারপরই পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে ।