পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড - রবীনা ট্যান্ডন

বড় ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড ৷ অক্ষয় কুমার (Akshay Kumar), মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) থেকে শুরু করে মাধুরী দীক্ষিত নেনে, রবীনা ট্যান্ডন (Raveena Tandon), কিয়ারা আদবানি (Kiara Advani)-সহ বলিউডের অন্যান্য সেলিব্রিটিরা টুইটে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

Sidharth Shukla's death: akshay kumar, kiara advani, Manoj Bajpayee, Raveena Tandon and other starts in shock
সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

By

Published : Sep 2, 2021, 3:24 PM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর: খবরটা এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই ৷ টিভি স্টার সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla) আর নেই ৷ মাত্র 40 বছর বয়সেই হার্ট অ্যাটাক কেড়ে নিয়েছে বিগ বস 13 (Big Boss 13)-এর বিজেতার প্রাণ ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালে প্রয়াত হয়েছে তরতাজা ছেলেটা ৷ এই খবরে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে ৷ হতবাক সেলিব্রিটিরা ৷ ফিল্ম ও টেলিভিশনের জগতে 'বালিকা বধূ' স্টারের সহকর্মীরা শোকে মূহ্যমান ৷ অক্ষয় কুমার, মনোজ বাজপেয়ি থেকে শুরু করে মাধুরী দীক্ষিত নেনে, রবিনা ট্যান্ডন, কিয়ারা আদবানি-সহ আরও অনেকে সিদ্ধার্থের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷

বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে এই শোকসংবাদ বিশ্বাস করতে পারেননি ৷ তিনি টুইটে লিখেছেন, "এটা একেবাকে অবিশ্বাস্য ৷ সিদ্ধার্থ শুক্লা তুমি চিরদিন সবার স্মরণে থাকবে ৷ তোমার আত্মা শান্তি পাক ৷ তোমার পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"

সিদ্ধার্থের মৃত্যুর খবর বিশ্বাস করতে পারেননি বলিউডের আরেক অভিনেত্রী রবিনা ট্যান্ডনও (Raveena Tandon)৷ তিনি টুইটে লিখেছেন, "ওএমজি ! এই খবর বিশ্বাস করতে পারছি না ! এখনও আশা রাখছি যেন খবরটা সত্যি না-হয় ! কী সফল ও কঠোর পরিশ্রমী ছিল, এত কম বয়স, আরও অনেক দূর যাওয়ার ছিল ওর ৷"

আরও পড়ুন:Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

সিদ্ধার্থের মৃত্যুকে মর্মাহত অভিনেত্রী নিমরত কৌর ৷ তিনি টুইটে লিখেছেন, "প্রয়াত সিদ্ধার্থ শুক্লার ভালবাসার মানুষদের সমবেদনা জানাই ৷ খুবই দুঃখের খবর ৷"

এই খবরে শোকস্তব্ধ বলি অভিনেতা অক্ষয় কুমারও (Akshay Kumar)৷ তিনি টুইটে লিখেছেন, "সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর সত্যিই খুব দুঃখের ৷ তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম না কিন্তু তাঁর মতো একটা প্রতিভাধর জীবন এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এটা জেনে মনটা ভেঙে গিয়েছে ৷ ওম শান্তি ৷"

টুইটে অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) লিখেছেন, "ওএমজি ! কী দুঃখজনক ! এই দুঃখ ও তাঁর কাছের মানুষদের ক্ষতি বর্ণনা করতে শব্দ হারিয়ে যায় ! তাঁর আত্মা শান্তি পাক !"

আরও পড়ুন :Saira Banu: অসুস্থ সায়রা বানু, ভর্তি আইসিইউ-তে

বলিউডের অভিনেত্রী কিয়ারা আদবানিও (Kiara Advani) গভীর শোকপ্রকাশ করেছেন সিদ্ধার্থ শুক্লার প্রয়াণে ৷ টুইটে তিনি লিখেছেন, "হৃদয়বিদারক ৷ সিদ্ধার্থ শুক্লার আত্মা শান্তি পাক ৷ তাঁর পরিবার ও ভালোবাসার মানুষদের প্রতি গভীর সমবেদনা ৷"

অভিনেত্রী টিসকা চোপড়া লিখেছেন, "সিদ্ধার্থ, প্রতিবেশী ও মাঝেমধ্যে একসঙ্গে হাঁটতে যেতাম ৷ এই নিদারুণ ক্ষতি মেনে নেওয়ার জন্য আন্টি ও বন্ধুদের ঈশ্বর শক্তি দিন ৷" অভিনেতা কপিল শর্মার শোকপ্রকাশ করে লিখেছেন, "হে ভগবান ৷ খুবই দুঃখের খবর ৷ তাঁর পরিবারের সবাইকে সমবেদনা জানাই ৷ ওম শান্তি ৷"

ABOUT THE AUTHOR

...view details