হায়দরাবাদ, 3 সেপ্টেম্বর: টিভি স্টার সিদ্ধার্থ শুক্লার (Sidharth Shukla) শরীরে কোনও ক্ষত মেলেনি ৷ বৃহস্পতিবার রাতেই তাঁর ময়নাতদন্তের (Sidharth Shukla Autopsy) রিপোর্ট (Autopsy Report) হাতে এসেছে ৷ সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট (Viscera Report) খতিয়ে দেখার পরই জানা যাবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ৷ হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হলেও আচমকা এত অল্প বয়সে অভিনেতার মৃত্যু ঘিরে প্রশ্ন দানা বেঁধেছে নানা মহলে ৷
গতকাল সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সেই প্রয়াত (Sidharth Shukla Death) হন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ মুম্বইয়ের কুপার হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অভিনেতাকে হাসপাতালে আনতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ৷ প্রায় মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এই খবরে শোকের ছায়া নেমে আসে বিনোদনের দুনিয়ায় ৷ খবরটা বিশ্বাসই করতে পারছিলেন না অনেকে ৷ সোশ্যাল মিডিয়ায় 'বালিকা বধূ' (Balika Vadhu) স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন সেলিব্রিটিরা ৷
আরও পড়ুন:Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা
সিদ্ধার্থ শুক্লার আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার পর তাঁর দেহের ময়নাতদন্ত করা হয় ৷ একদল ডাক্তার তাঁর যে ময়নাতদন্ত করেছেন, তার ভিডিয়ো রেকর্ড করে রাখা হয়েছে ৷ সূত্র জানিয়েছে, শরীরের বাইরে বা ভেতরে কোনও ক্ষত মেলেনি ৷ সূত্রের তরফে দাবি করা হয়েছে যে, সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে ৷ হিস্টোপ্যাথোলজির পরই অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে ৷