পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Siddhant Navya dating: নব্যাকে হৃদয় দিয়ে নয়া জল্পনায় শান সিদ্ধান্তের - Siddhant Chaturvedi is all for hearts for Navya Naveli Nanda

নব্যা নভেলি নন্দার সঙ্গে কি সত্যিই ডেটিং করছেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Navya dating)? অভিনেতার একটি কমেন্টে ফের এই জল্পনা মাথাচাড়া দিয়ে উঠল (Siddhant Chaturvedi Navya Naveli Nanda dating) ৷

siddhant-chaturvedi-is-all-for-hearts-for-navya-naveli-nanda-dating-rumours started again
নব্যাকে হৃদয় দিয়ে নয়া জল্পনায় শান সিদ্ধান্তের

By

Published : Feb 13, 2022, 4:23 PM IST

মুম্বই, 13 ফেব্রুয়ারি :তাঁর সাম্প্রতিক রিলিজ গেহরাইয়াঁ নিয়ে চর্চা তুঙ্গে ৷ এরই মধ্যে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও একটু মাথাচাড়া দিয়ে ওঠায় ফের খবরের শিরোনামে বলিউডের অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi Navya Naveli Nanda dating) ৷ গুঞ্জন বেড়েছে তাঁরই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে ৷

এখনও পর্যন্ত ফিল্মের থেকে নিজেকে দূরে রেখেছেন বচ্চন-নাতনি ৷ উদ্যোগপতি হিসেবে নিজেকে তুলে ধরতেই ব্যস্ত নব্যা ৷ শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি পোস্ট করেছেন তিনি ৷ রাষ্ট্রসংঘের ইউমেন ইন্ডিয়া (UN Women India) ও ভিটামিন স্ত্রী (Vitamin Stree)-র সঙ্গে তাঁর মিলিত হওয়ার ছবিতে কমেন্ট করেছেন বেশ কয়েকজন তারকা ৷ সেই তালিকায় রয়েছেন সিদ্ধান্তও ৷

নব্যার পোস্ট দেখে হৃদয়ের ইমোজি (Siddhant Chaturvedi is all for hearts for Navya Naveli Nanda) দিয়েছেন গেহরাইয়াঁ স্টার ৷ চর্চিত বয়ফ্রেন্ডের (Siddhant Chaturvedi Navya Naveli in relationship) এই প্রতিক্রিয়া চোখ এড়ায়নি নেট নাগরিকদের ৷ গত বছরের শেষে নব্যার একটি পোস্টে দীপিকা পাড়ুকোনের একটি কমেন্টের পর থেকেই বিগ বি-র নাতনি ও সিদ্ধান্তের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় বিনোদনের জগতে (Siddhant Navya dating) ৷

নব্যাকে হৃদয় দিয়ে নয়া জল্পনায় শান সিদ্ধান্তের

আরও পড়ুন:Ranveer Singh on Gehraiyaan: দীপিকার জন্য় 'গেহরাইয়াঁ'-র প্রমোশনে কি যোগ দিলেন রণবীরও ?

এর আগে, গুঞ্জন ছড়িয়েছিল যে, মীজান জাফরির সঙ্গে ডেটিং করছেন নব্যা (Siddhant Big B granddaughter dating) ৷ তবে এবিষয়ে জিজ্ঞেস করা হলে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে মীজান বলেন, "এমন কোনও সম্পর্ক হয়নি ৷ আমরা শুধুই বন্ধু ৷ বন্ধুদের মধ্যেও একটা সম্পর্ক থাকে ৷ সবসময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হবে এমনটা নয় ৷"

নিউইয়র্ক ফরদাম ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করেছেন নব্যা ৷ এরপর তিনি আরা হেল্থ শুরু করেন এবং দেশে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে কাজ করার জন্য নভেলি নামে একটি প্রজেক্ট শুরু করেন, যা মহিলাদের ক্ষমতায়ন নিয়ে কাজ করে ৷

আরও পড়ুন:Deepika and Ananya on Gehraiyaan promotions : দীপিকা নাকি অনন্যা, কে বেশি মন মাতালেন 'গেহরাইয়াঁ'-র প্রমোশনে ?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details