পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'অনুরূপ' এবার অ্যামেরিকান সেন্টারে - Anurup

এর আগেই বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে কঙ্কনা চক্রবর্তী পরিচালিত শর্টফিল্ম 'অনুরূপ'। দর্শকের মনে দাগ কাটার সঙ্গে সঙ্গে একাধিক পুরস্কারও জিতেছে ছবিটি। এবার 'অনুরূপ'-এর মুকুটে আরও একটি পালক।

অনুরূপ

By

Published : Jun 21, 2019, 1:49 PM IST

কলকাতা : 'অনুরূপ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হল কলকাতার অ্যামেরিকান সেন্টারে। শহরের সিনেপ্রেমী মানুষদের সঙ্গে অ্যামেরিকান এম্বাসির উচ্চপদস্থ আধিকারিকরাও এই ছবিটির স্বাদ নিলেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী। তিনিই 'অনুরূপ'-এর মুখ্য চরিত্রে রয়েছেন। লস অ্যাঞ্জেলসে ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও পেয়েছেন তিনি। ETV ভারত সিতারাকে সব্যসাচী বললেন, "ছবিটির পরিচালক কঙ্কনা লস অ্যাঞ্জেলস থেকে ডিরেক্টোরিয়াল কোর্স করেছেন আর নিউ ইয়র্ক থেকে অভিনয় নিয়ে পাশ করেছেন। তাই এই ছবিটা অ্যামেরিকান সেন্টারে দেখানো উচিত মনে করেছিলেন শমীক ঘোষ। আমারও এই উদ্যোগটা খুব ভালো লেগেছে।"

পুরস্কার নিচ্ছেন সব্যসাচী

কথা বললেন পরিচালক কঙ্কনা চক্রবর্তীও। কী বললেন তিনি? দেখুন ভিডিয়োতে...

দেখে নিন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details