মুম্বই, 2 মে: পুত্রসন্তানের জন্মের 11 দিনের মাথায় তাঁর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷ ছেলের নামও জানিয়েছেন তিনি ৷
বুধবার সোশ্যাল মিডিয়ায় ছেলেকে কোলে নেওয়া অবস্থায় তাঁর একটি ছবি পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল ৷ সেই ছবিতে দেখা যাচ্ছে তাঁর হাবি শিলাদিত্য এম-কেও ৷ যদিও সেই ছবিতে সদ্যোজাতের মুখ দেখা যায়নি ৷ তবে শুভেচ্ছার বন্যায় ভরে গিয়েছে নেট মাধ্যম ৷
ছবিটি পোস্ট করে শ্রেয়া ক্যাপশনে লিখেছেন, "আলাপ করিয়ে দিচ্ছি দেবযান (devyaan) মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ 22 মে ও এসেছে এবং আমাদের জীবনটাকে বদলে দিয়েছে ৷ জন্মানোর পর প্রথম দর্শনেই আমাদের হৃদয় ভরে গিয়েছে, সন্তানের জন্য এই ভালোবাসা একমাত্র একজন বাবা ও একজন মা-ই অনুভব করতে পারবেন ৷ শিলাদিত্যকে নিখাদ নিদারুণ ভালোবাসা ৷"