শুরু হল ত্রিদীব রমনের পরিচালনায় নতুন বাংলা ছবি 'উড়ান'-এর শুটিং। শুটিং স্পট বউবাজার এলাকায়। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী। তাঁর বিপরীতে নায়কের চরিত্রে রয়েছেন সাহেব ভট্টাচার্য। প্রথমে শ্রাবন্তীর জায়গায় অভিনয় করার কথা ছিল নুসরতের। টানা 25 দিন শুটিংয়ের সময় বের করতে পারেননি নুসরত। তার উপর রয়েছে ভোটের প্রচারের কাজও। তাই নুসরাতের জায়গায় আসেন শ্রাবন্তী। তাঁর চরিত্রের নাম পৌলোমী। সে আর পাঁচজন বাঙালি মেয়ের থেকে একেবারে আলাদা। সে নিজের মতো করে জীবন কাটাতে আগ্রহী। পৌলোমী ও রোমিত অর্থাৎ শ্রাবন্তী ও সাহেবকে নিয়ে মজাদার শুটিং হল একটি অনাথ আশ্রমে। শুটিং হল একটি গানের দৃশ্যের।
বউবাজারে হয়ে গেল 'উড়ান'-এর শুটিং - উড়ান
বাংলার শিল্পকে কাছ থেকে দেখতেই বাংলা ছবি পরিচালনা করছেন পরিচালক ত্রিদিব রমন।
ছবির পরিচালক বাঙালি নন, কিন্তু কেন বাংলায় এসে ছবি তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন ? সে ব্যাপারে ত্রিদীব রমন বলেন, "বাংলার শিল্পকে কাছ থেকে দেখতে চাই। এখানকার টেকনিশিয়ান বন্ধুদের সঙ্গে কাজ করতে চাই। তাঁদের থেকে কাজ শিখতে চাই। অমিতাভ বচ্চন, রাজ কাপুরের মতো বিশ্ব বিখ্যাত অভিনেতারা কলকাতা থেকেই কাজ শুরু করেছেন। বাংলার মাটিতে সেই গুণ রয়েছে বলেই বাংলা থেকে নিজের ক্যারিয়ার শুরু করলাম।"
শুটিংয়ে বাচ্চাদের সঙ্গে গান গাওয়ার সিকোয়েন্সের শুট করেন শ্রাবন্তী। আরেকটি গানে স্কুলের উদ্বোধনে এসেছেন শ্রাবন্তী ও সাহেব। সেই সিকোয়েন্সটিরও শুটিং হয়। শ্রাবন্তী ও সাহেব একেবারে ভিন্ন রকম অভিনয় অভ্যস্ত। এই ছবিতে একসঙ্গে কাজ করে তাঁরা খুবই আনন্দিত। শ্রাবন্তী বলেন, " আমরা আগে থেকেই বন্ধু ছিলাম। তবে একসঙ্গে কাজ এই প্রথমবার। খুব এক্সাইটেড লাগছে। আশা করি আমাদের এই জুটি দর্শকের পছন্দ হবে।" সাহেব বললেন, "শ্রাবন্তী খুব আত্মবিশ্বাসী।"