কলকাতা , 14 ডিসেম্বর :2022 সালে 'উইন্ডোজ'-এর ঘর থেকে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি । তার মধ্যে একটি হল 'হামি-2' । এই ছবির প্রথম পর্ব রীতিমত সাড়া ফেলেছিল বাংলায় ৷ এবার মঙ্গলবার থেকে শুরু হল ছবির দ্বিতীয় পর্বের শুটিং (Shiboprosad is starting the shooting of Haami 2 film) । সুখবরটা আগেই দিয়েছিল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' । এবার জানা গেল, আজ থেকেই শুটিং শুরু হতে চলেছে 'হামি 2'-এর ।
সোমবারই সোশ্যাল মিডিয়ায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, শুরু হতে চলেছে 'হামি-2' ছবির কাজ । একইসঙ্গে মজা করে সকলকে হামিও দেন পরিচালক । মজার বিষয় হল, এই ছবিতেও শিবপ্রসাদকে পাওয়া যাবে সেই লাল্টু নামেই । এর আগে রামধনু এবং হামির প্রথম ভাগেও লাল্টুই নাম ছিল তাঁর চরিত্রের ৷ 'রামধনু'-তে তাঁর পদবী ছিল দত্ত এবং আর 'হামি'-র প্রথম ভাগে পদবী ছিল বিশ্বাস ৷ কিন্তু তাঁর সেই বিশ্বাস পদবীই থাকবে নাকি পাল্টে যাবে, সব বিষয়টি নিয়েই চমক রয়েছে বলে জানিয়েছেন পরিচালক স্বয়ং।