পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

shooting of Haami 2 starts : শুরু হল 'হামি-২'র শুটিং, চেনা চরিত্র শুধু লাল্টু-মিতালী - Shiboprosad is starting the shooting of Haami 2 film

2022-এ 'উইন্ডোজ'-এর ঘর থেকে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি । তার মধ্যে একটি হল 'হামি-2' । মঙ্গলবার থেকে শুরু হল ছবির দ্বিতীয় পর্বের শুটিং (Shiboprosad is starting the shooting of Haami 2 film) ।

Started shooting of 'Haami 2'
শুরু হল 'হামি-২'র শুটিং

By

Published : Dec 14, 2021, 4:06 PM IST

কলকাতা , 14 ডিসেম্বর :2022 সালে 'উইন্ডোজ'-এর ঘর থেকে মুক্তি পেতে চলেছে একগুচ্ছ ছবি । তার মধ্যে একটি হল 'হামি-2' । এই ছবির প্রথম পর্ব রীতিমত সাড়া ফেলেছিল বাংলায় ৷ এবার মঙ্গলবার থেকে শুরু হল ছবির দ্বিতীয় পর্বের শুটিং (Shiboprosad is starting the shooting of Haami 2 film) । সুখবরটা আগেই দিয়েছিল প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' । এবার জানা গেল, আজ থেকেই শুটিং শুরু হতে চলেছে 'হামি 2'-এর ।

সোমবারই সোশ্যাল মিডিয়ায় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, শুরু হতে চলেছে 'হামি-2' ছবির কাজ । একইসঙ্গে মজা করে সকলকে হামিও দেন পরিচালক । মজার বিষয় হল, এই ছবিতেও শিবপ্রসাদকে পাওয়া যাবে সেই লাল্টু নামেই । এর আগে রামধনু এবং হামির প্রথম ভাগেও লাল্টুই নাম ছিল তাঁর চরিত্রের ৷ 'রামধনু'-তে তাঁর পদবী ছিল দত্ত এবং আর 'হামি'-র প্রথম ভাগে পদবী ছিল বিশ্বাস ৷ কিন্তু তাঁর সেই বিশ্বাস পদবীই থাকবে নাকি পাল্টে যাবে, সব বিষয়টি নিয়েই চমক রয়েছে বলে জানিয়েছেন পরিচালক স্বয়ং।

এমনকি আগের বারের মতো তাঁর পেশা কি সেই আসবাবপত্র ব্যবসায়ীই থাকবে কিনা নাকি অন্য কোনও পেশায় পাওয়া যাবে তাঁকে ? তা নিয়েও চমক থাকছে । তিনি এও জানিয়েছেন, ছবিতে কমই থাকছেন আগের পর্বের চেনা চরিত্ররা, বরং থাকবে একগুচ্ছ নতুন মুখ ৷

আরও পড়ুন : শ্রাবন্তী-ওমকে সঙ্গে নিয়ে বড়পর্দায় ডেবিউ করছেন অয়ন দে

গার্গী রায়চৌধুরীর নামও সেই মিতালীই থাকছে বলে জানা গিয়েছে । তবে সেখানেও গল্পে থাকছে চমক । অর্থাৎ সবই ক্রমশ প্রকাশ্য । এখন প্রশ্ন হল, ভুটু ভাইজানের চরিত্রে কাকে দেখবে দর্শক? প্রযোজনা সংস্থার তরফে জিনিয়া সেন ইটিভি ভারতকে বলেন, ‘‘এখনই সেই ব্যাপারে কিছু বলা যাবে না, সেটা চমক । তবে, হ্যাঁ এটুকু বলতেই পারি লাল্টু আর মিতালী বাদে সবাই নতুন এখানে । মানে আগে যাঁদের 'হামি'-তে দেখেছেন তাঁরা কেউই নেই ।"

ABOUT THE AUTHOR

...view details