পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টিকা দেওয়া থাকলে ইউনিটে 50 জনকে নিয়ে যাবে শ্যুটিং, অনুমতি রাজ্যের - রাজ্যে বিধিনিষেধ

রাজ্যে শ্যুটিং-এর (Shooting Restrictions) ক্ষেত্রে কিছু ছাড় দিল সরকার ৷ নির্দেশিকায় বলা হয়েছে, টিকা নেওয়া থাকলে ইউনিট প্রতি 50 জনকে নিয়ে শ্যুটিং চালানো যাবে ৷

shooting may resume with not more than 50 people per unit at a time, all shoul be vaccinated, new circular of mamata banerjee govt
টিকা দেওয়া থাকলে ইউনিটে 50 জনকে নিয়ে যাবে শ্যুটিং, অনুমতি রাজ্যের

By

Published : Jun 14, 2021, 9:38 PM IST

কলকাতা, 14 জুন : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ এখনও না-উঠলেও, শ্যুটিং-এর (Shooting Restrictions) ক্ষেত্রে বেশ কিছু ছাড় দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ টিকা নেওয়া থাকলে ইউনিট প্রতি 50 জনকে নিয়ে শ্যুটিং চালানো যাবে বলে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে ৷

কী বলা হয়েছে নির্দেশিকায় ?

টিভি ও সিনেমার সঙ্গে যুক্ত ইন্ডোর ও আউটডোর শ্যুটিং ও তার জন্য প্রয়োজনীয় কাজকর্ম চালু করা যেতে পারে ৷ তবে ইউনিট পিছু একই সময়ে 50 জনের বেশি লোক সেটে থাকা যাবে না ৷ শুধু তাই নয় ৷ রয়েছে আরও কিছু শর্ত ৷ টিকা নেওয়া থাকলে তবেই শ্যুটিং-এর কাজ করা যাবে ৷ এ ছাড়াও মাস্ক পরে থাকতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং কলকাতা পুলিশের থেকে ই পাস নিয়ে নিজের পরিবহণ মাধ্যমে চড়ে সেটে যেতে হবে ৷

আরও পড়ুন:ধারাবাহিক 'খড়কুটো' বয়কটের ডাক, কমল টিআরপি

এতদিন পর্যন্ত বাড়ি থেকেই চলছিল শ্যুটিং ৷ তবে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল ৷ আলোকসজ্জা, সাজসজ্জায় বিস্তর খামতি চোখে পড়ছিল ৷ এই নিয়ে অস্বস্তিতে ছিলেন নির্মাতারা ৷ তবে এই বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ায় ফের ধারাবাহিক ও ফিল্মে পুরনো আমেজ খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details