হায়দরাবাদ, 10 এপ্রিল : শুটিং শুরু হতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'য়ের পাঁচ নম্বর সিজনের ৷ এই সিরিজের চার নম্বর সিজন মুক্তি পাওয়ার প্রায় একবছর পর শুরু হতে চলেছে এই শুটিং ৷ দির্ঘদিন ধরেই পাঁচ নম্বর সিজনের অপেক্ষায় আছেন 'মানি হাইস্ট'য়ের ভক্তরা৷ আর এরই মধ্যেই সিরিজের কলাকুশলীরা শুটিংয়ের নানা ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেছেন ৷ অভিনেত্রী আরসুলা করবেরো যাকে মানি হাইস্টয়ে টকিও চরিত্রে দেখা গিয়েছে সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন ৷ তিনি লিখেছেন এবারের সিজন আরও জমে উঠবে ৷
ক্রাইম-ড্রামা এই সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের নিজস্ব প্রোডাকশন ৷ এর প্রথন সিজন 2017তে সম্প্রচারিত হয় নেটফ্লিক্সে ৷ মানি হাইস্টয়ের প্রফেসর চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে ৷ সেই সঙ্গে এর চিত্রনাট্য সাড়া ফেলে দর্শক মহলে ৷