কলকাতা : ঋতুপর্ণা বললেন, "সবেমাত্র সিঙ্গাপুর থেকে ফিরে শ্যুটিংয়ে যোগ দিয়েছি। একটা গানের দৃশ্য শুট করা বাকি ছিল। ছবিটা খুব সুন্দর। সেখানে অনেক কিছুতে বিদ্রোহ করছি। আর এই ব্যাপারটা আমি খুব উপভোগ করছি।"
নবনীতাকে ছেড়ে ঋতুপর্ণার সঙ্গে হানিমুনে জিতু, উপস্থিত ETV ভারত - জিতু কমল
না না, সত্যি সত্যি নয়। মিথ্যে মিথ্যে। অর্থাৎ, সিনেমার পরদায়। এটি একটি ছবির দৃশ্য। পরিচালক সন্দীপ চৌধুরির নতুন ছবি 'বিদ্রোহিনী'র শুটিং সিকোয়েন্স। হাওড়ার সাঁতরাগাছিতে একটি রিসোর্টে চলছিল সেই সিকোয়েন্সের শুটিং। উপস্থিত ছিলেন ছবির মুখ্যচরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত এবং জিতু কমল। আর সেই মুহূর্তকে আপনাদের সামনে তুলে ধরতে উপস্থিত ছিল ETV ভারতও।
জিতু কমল বললেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে স্ক্রিন শেয়ার করা একটা বড় ব্যাপার। ইন্ডাস্ট্রিতে অনেককে দেখলাম। কিছু মানুষের অহংকারে মাটিতে পা পড়ে না। কিন্তু ঋতুদি একেবারে অন্যরকম।"এই মাসেই ৬ তারিখ জিতুর সঙ্গে বিয়ে হয়েছে ছোটপরদার অভিনেত্রী নবনীতা দাসের। নববিবাহিত দম্পতি এখনও পর্যন্ত হানিমুনে যাওয়ার সময় পাননি। কিন্তু 'বিদ্রোহিনী' ছবিতে ঋতুপর্ণার সঙ্গে অনস্ক্রিন হানিমুনের দৃশ্য শ্যুট করছেন জিতু। তবে তাতে কী? নবনীতা চলে এসেছেন শুটিংয়ে। রিল লাইফ আর রিয়েল লাইফ- দুটো হানিমুনই বেশ উপভোগ করছেন জিতু।দেখে নিন ভিডিয়ো...