পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sardar Udham Oscars: সর্দার উধমের অস্কার থেকে ছিটকে যাওয়ায় তোপ তসলিমার, বির্তক থেকে দূরে সুজিত - Taslima Nasreen

চলতি বছরের অস্কার মনোনয়ন থেকে 'সর্দার উধম' (Sardar Udham Oscars)-এর ছিটকে যাওয়া নিয়ে সরব হলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) ৷ এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক সুজিত সরকারও (Shoojit Sircar)৷

shoojit-sircar-breaks-silence-on-sardar-udham-oscars-row, taslima nasreen criticized
সর্দার উধমের অস্কার বিতর্কে তোপ তসলিমার, মুখ খুললেন সুজিত

By

Published : Oct 31, 2021, 3:09 PM IST

নয়াদিল্লি, 31 অক্টোবর:'সর্দার উধম' অস্কারের (Sardar Udham Oscars) দৌড় থেকে ছিটকে যাওয়ার পর তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে নানা মহলে ৷ দুই বাঙালি জুরির আপত্তিতে সুজিত সরকারের (Shoojit Sircar) ছবির শিকে না-ছেঁড়ায়, তা নিয়ে সরব হয়েছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)৷ এ প্রসঙ্গে উপরে উঠতে থাকা কাঁকরাকে নিচে টেনে ধরার গল্প শুনিয়েছেন তিনি ৷ তবে স্বয়ং সুজিত সরকার এই নিয়ে বিতর্ক বাড়াতে চাননি ৷ তাঁর মতে, যোগ্য বাছাই হিসেবেই অস্কার মনোনয়নে ভারত থেকে অন্তর্ভুক্তি পেয়েছে তামিল ছবি 'কুঝঙ্গল' (পেবলস) (Koozhangal)৷

অস্কারের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভিকি কৌশল অভিনীত সুজিত সরকারর ফিল্ম 'সর্দার উধম' ৷ ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া নিযুক্ত 15 জনের জুরির মধ্যে দু'জন বাঙালি জুরি সদস্যের আপত্তিতেই সবচেয়ে বেশি চর্চায় থাকা এই ছবিকে পিছনে ফেলে এ বছর অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তামিল ছবি 'কুঝঙ্গল' (পেবলস) (Koozhangal) ৷ জানা গিয়েছে, বাঙালি সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত ও অপর সদস্য সুমিত বসু সুজিতের ছবিতে আপত্তি জানিয়েছেন ৷ স্বাধীনতা সংগ্রামী সর্দার উধম সিং-এর জীবন নিয়ে তৈরি সুজিত সরকারের ফিল্ম বেশি ব্রিটিশ বিদ্বেষী বলে এক সংবাদপত্রকে জানিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ এতেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

সাধারণ মানুষের পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "সর্দার উধমের অস্কার মনোনয়ন খারিজ করে ভারতীয় জুরি বলেছেন, এই ছবি অত্যধিক ব্রিটিশ বিদ্বেষী ৷ সত্যিই খুব খারাপ অজুহাত ৷ ঘৃণা থাকতে পারে বলে কি আমরা ইতিহাস নিয়ে ছবি তৈরি করা ও দেখা বন্ধ করে দেব ? আমাদের বদলানো উচিত, আমাদের অতীত থেকে শেখা উচিত ৷"

আরও পড়ুন: Aryan Khan: সিম্বা রিটার্নস ! আরিয়ান ঘরে ফেরায় সেলিব্রেশনের মুডে ভক্ত-সেলেবরা

বাঙালি জুরির দ্বারা বাঙালি পরিচালকের ছবির অস্কার মনোনয়ন থেকে ছিটকে যাওয়া নিয়ে তসলিমা আরও লিখেছেন, "সুজিত সরকার একজন বাঙালি ৷ তাঁর ফিল্ম সর্দার উধমের অস্কার মনোনয়ন খারিজ করেছেন দু'জন জুরি সদস্য ৷ একজন হলেন সুমিত বসু ও অপরজন ইন্দ্রদীপ দাশগুপ্ত ৷ দু'জনেই বাঙালি ৷ তাঁরা দিনের শেষে বাঙালি কাঁকরা ৷ যে মুহূর্তে একটি কাঁকরা উপরে চড়ার চেষ্টা করে, তখনই অন্যরা তাকে পেছনে টেনে ধরে ৷"

তবে এই নিয়ে মুখ খুলে বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছেন সুজিত সরকার ৷ তিনি বলেছেন, "এটাই বলতে চাই যে, পেবলসও একটা দুর্দান্ত ছবি ৷ সবে আমি ছবিটি দেখিছি ৷ ওটাই যোগ্য বাছাই ৷ জুরির নেতৃত্বে যিনি আছেন, সেই সাজি এন করুণ খুবই শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমাদের মতো চিত্রনির্মাতারা তাঁর দিকেই তাকিয়ে থাকেন ৷ তিনি যা করবেন, তাতে কোনও ভুল নেই ৷" একজন চিত্রনির্মাতা হিসেবে তিনি সবসময় জুরির সিদ্ধান্তকে সম্মান করেন বলেও জানিয়ে দেন সুজিত সরকার ৷

আরও পড়ুন:Puneeth Rajkumar's Funeral: পুনিত রাজকুমারের অন্ত্যেষ্টি রবিবার, জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী

94তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়নের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছে বিনোথরাজ পিএস পরিচালিত ছবি পেবলস ৷ যে 14টি ভারতীয় ছবি এই দৌড়ে ছিল তার মধ্যে সর্দার উধম ছাড়াও ছিল, বিদ্যা বালানের শেরনি ও ফারহান আখতারের তুফান ৷

আরও পড়ুন:Kulpi: পায়েলকে প্রেম নিবেদন বামনের, ব্যতিক্রমী গল্প শোনাবে কুলপি

ABOUT THE AUTHOR

...view details