হায়দরাবাদ, 24 অক্টোবর:স্বামী কিছুদিন আগে জামিন পেয়েছেন ৷ করওয়া চৌথে (Karva Chauth) তাঁর পাশেই আছেন ৷ তবে এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া পোস্টে শিল্পা শেট্টির (Shilpa Shetty) পাশে নেই তাঁর হাবি রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ প্রতিবছর এই দিনে তাঁদের পোস্ট করা ছবিতে যুগলকে দেখা যায় প্রেমের আবহে ৷ পরিবর্তিত পরিস্থিতিতে এই বছর আড়ালেই থেকে গেলেন রাজ ৷
পর্ন মামলায় (Porn Case) বেশ কিছুদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন রাজ কুন্দ্রা ৷ তার পর থেকেই তিনি লো প্রোফাইল মেইনটেইন করছেন ৷ প্রকাশ্যে আসতে দেখা যায়নি তাঁকে ৷ করওয়া চৌথেও সেই ছবিই দেখা গেল ৷ নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে এই বিশেষ তিথিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা শেট্টি ৷ সেই ছবিতে তাঁর পরনে লাল উজ্জ্বল পোশাক ৷ সিঁথিতে রয়েছে সিঁদূর ৷ আর গলায় পরা মঙ্গলসূত্র ৷
আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?
ছবির ক্যাপশনে শিল্পা লিখেছেন, "সবাইকে জানাই শুভ করওয়া চৌথ ও মহিলাদের জানাই শুভ উপবাস...সবার সর্বদা সুস্বাস্থ্য, সুরক্ষা ও প্রাচুর্য কামনা করি ৷"