হায়দরাবাদ, 14 জুন :বিবাহিত অবস্থাতেই তাঁর ভগ্নিপতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী কবিতা ৷ সম্প্রতি একটি সাক্ষাতকারে এমনই দাবি করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী তথা ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ এই নিয়ে মৌনতা বজায় রেখেছিলেন শিল্পা ৷ তবে এ বার কুন্দ্রার মানসিক যন্ত্রণা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ একটি বার্তা দিলেন তিনি ৷
প্রাক্তন স্ত্রী ঠকিয়েছেন রাজ কুন্দ্রাকে ! বিস্ফোরক দাবি শুনে কী বললেন শিল্পা ? নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শিল্পা লিখেছেন, "'যখন একজন ভালো মানুষ দুঃখ পান, তখন যাঁরা ভালো তাঁরা সবাই তাঁর সঙ্গেই কষ্ট পান' - ইউরাপাডিস ৷"
রাজ তাঁর সাক্ষাতকারে দাবি করেছিলেন, লন্ডনে থাকাকালীন তাঁর ভগ্নিপতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তাঁর প্রথম স্ত্রী কবিতা ৷ সেটাই তাঁদের বিবাহবিচ্ছেদের কারণ ছিল বলে জানান রাজ ৷
তিনি বলেন, "মা, বাবার সঙ্গে আমরা এক বাড়িতেই থাকতাম ৷ বোন ও ভগ্নিপতি ভারত থেকে সেখানে গিয়ে ওঠেন ৷ ওঁরা ব্রিটেনে সেটল করতে চাইছিলেন ৷ যখন আমি ব্য়বসার কাজে সফরে যেতাম, তখন তিনি (কবিতা) আমার ভগ্নিপতির সঙ্গে প্রচুর সময় কাটাতে শুরু করেন ও তাঁর ঘনিষ্ঠ হয়ে পড়েন ৷ পরিবারের অনেকেই এমনকী আমার গাড়ির চালকও আমায় বিষয়টা জানান, কিন্তু আমি কখনও তা বিশ্বাস করিনি ৷ আমার প্রাক্তন স্ত্রীর কথাই বিশ্বাস করতাম ৷ ভগ্নিপতি বংশের সঙ্গে একই ঘরে বসে থাকা, একসঙ্গে বেড়াতে যাওয়া, এ গুলো আমার বোনেরও ভালো লাগেনি ৷ ও ভারতে ফিরে যাওয়াই ঠিক হবে বলে মনে করে ৷"
আরও পড়ুন: স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অনুমপের
কবিতার একটি পুরনো সাক্ষাতকার ভাইরাল হওয়ার পরই এমন দাবি করেন রাজ কুন্দ্রা ৷ সেই সাক্ষাতকারে কবিতা বলেছিলেন, শিল্পার জন্যই তাঁর আর রাজের সম্পর্ক ভেঙেছে ৷