মুম্বই, 2 ফেব্রুয়ারি: 43-এ পা দিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি বোন শমিতা শেট্টি ৷ শমিতাও অভিনয় জগতের এক পরিচিত মুখ, বিশেষত 'বিগ বস 15'-তে অংশগ্রহণের পর অনুরাগীদের সংখ্যা আরও অনেকটাই বেড়ে গিয়েছে তাঁর ৷ বুধবার তাঁর জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো পোস্ট করেন শিল্পা (Shilpa Shetty Shares a video to wish Shamita in her Birthday)৷ দুই বোনের জীবনের বেশকিছু ছোট ছোট মুহূর্তের স্লাইড শো এই ভিডিয়োটি ৷ যা ইতিমধ্যেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে ৷
ভিডিওটির ক্যাপশনে শিল্পা লেখেন, "এইভাবেই আমি সর্বদা তোমায় দেখতে চাই...সমস্ত খুশি এবং আরও অনেক কিছু, শুভেচ্ছা আমার টাঙ্কি, আমার বাঘিনী ৷ এই জন্মদিন তোমার জীবনে অনেক সুন্দর চমক বয়ে আনুক এবং তোমার সমস্ত স্বপ্ন সত্যি হোক ৷ ভালবাসা ৷ তোমার জন্য আমি গর্বিত ৷ আমার জান সামনের বছরটা দারুণ কাটুক ৷ "বিগ বস-এর প্রাক্তন হোস্ট শিল্পা তাঁর বোনকে শুরু থেকেই সাপোর্ট করেছেন ৷ যতদিন শমিতা শো-য়ে ছিলেন ততদিন নানাভাবে তাঁকে উজ্জীবিত করেছেন ৷