পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Halloween 2021: হ্যালোউইনের সাজে হাড় হিম করা ভিডিয়ো, কে এই অভিনেত্রী ? - শিল্পা শেট্টির খবর

হ্যালোউইনে (Halloween 2021) ভূতের সাজে সেজে সবার মন জয় করে নিলেন বলিউডের এই অভিনেত্রী ৷ তাঁর মেক-আপ দেখে তাঁকে প্রায় চেনাই যাচ্ছে না ৷

Shilpa Shetty posts scary video to celebrate Halloween 2021
হ্যালোউইনের সাজে হাড় হিম করা ভিডিয়ো, কে এই অভিনেত্রী ?

By

Published : Nov 1, 2021, 5:54 PM IST

মুম্বই, 1 নভেম্বর:বলিউডের হ্যালোউইন (Halloween 2021) কস্টিউম পার্টিতে রকমারি সাজে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সেলিব্রিটিরা ৷ তবে জনমত নির্বিশেষে সবাই সেরার শিরোপা দিচ্ছেন একজনকেই ৷ প্রসথেটিকস ও দুরন্ত মেক-আপ সহযোগে তাঁর লুক দেখে একবার অন্তত ঝটকা খেতেই হবে ৷ বোঝা কঠিন, তিনি আসলে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)৷

হ্যালোউইন উপলক্ষে একটি মন্তাজ ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন শিল্পা ৷ সেখানে অভিনেত্রীর মুখে হাজারো ক্ষতের দাগ ৷ চোখের মণির রং সাদা ৷ গায়ে রক্ত মাখা সাদা শার্ট ৷ খোলা চুলে বড় বড় নখওয়ালা হাত বাড়িতে হাতছানি দিয়ে ডাকছে সেই 'ভূত' ৷ মুখে বিকট একটা হাসি ৷ সেই ভিডিয়ো দেখে এক নজরে বোঝাই যাচ্ছে না, তিনি যে শিল্পা শেট্টি ৷

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "হ্যাপি হ্যালোউইন ৷" শিল্পার এই পোস্ট দেখে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভক্তরা ৷ হ্যালোউইনের জন্য এত নিখুঁত ভাবে শিল্পার সাজ তারিফ কুড়িয়ে নিয়েছে নেট নাগরিকদের ৷

আরও পড়ুন:Shilpa Shetty: রাজ ছাড়াই করওয়া চৌথে শিল্পার পোস্ট

এর আগেও তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা গিয়েছে যে, এখনও ছেলেবেলাকে আঁকড়েই বাঁচতে চান অভিনেত্রী ৷ সম্প্রতি তিনি একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেখানে তাঁর পোষ্য কুকুরের সঙ্গে তাঁকে খেলতে দেখা গিয়েছে ৷ সারমেয়কে সুগার-ফ্রি ট্রিট দিচ্ছিলেন শিল্পা ৷ সেই ঘটনার দৃশ্য শেয়ার করে তিনি লেখেন, "রবিবারের সুগার-ফ্রি টাফল ৷ স্মল পফেকশন (Smol pawfection) সবসময়ই সেরা ৷"

আর একটি পোস্টে একটি গাছ থেকে লাউ তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে ৷ সেই পোস্টের ক্যাপশনটিও ছিল নজরকাড়া ৷

আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানকে মাদক সরবরাহের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ যথেষ্ট নয়: আদালত

সেই পোস্টের আগেই গাছ থেকে পেয়ারা তোলার ভিডিয়োও পোস্ট করেন শিল্পা শেট্টি ৷

বাজিগর, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, ধড়কন, লাইফ ইন আ মেট্রো, আপনে-সহ নানা জনপ্রিয় ফিল্মে অভিনয় করেছেন শিল্পা ৷ 1993 সালে তাঁর অভিষেক ঘটে বাজিগর ফিল্মে ৷ দীর্ঘ বিরতির পর দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি হাঙ্গামা টু ৷ সুপার ডান্সার 4 (Super Dancer 4)-এর পর এ বার ইন্ডিয়াস গট ট্যালেন্টে (India's Got Talent) বিচারকের আসনে দেখা যাবে শিল্পা শেট্টিকে ৷

আরও পড়ুন:Sabyasachi Mukherjee : চাপের মুখে বিতর্কিত মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরালেন সব্যসাচী

ABOUT THE AUTHOR

...view details