মুম্বই, 19 অক্টোবর: অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা (Defamation Case) দায়ের করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ তাঁদের আইনজীবী মানহানির মামলা করবেন বলে আগেই সতর্ক করেছিলেন শার্লিনকে ৷ এরপরই শিল্পা ও রাজের তীব্র সমালোচনা করে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন তিনি ৷ তারই জেরে শার্লিনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন সেলেব কাপল ৷
বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে শার্লিন চোপড়া যে অভিযোগ এনেছেন, তা সাজানো, মিথ্যে, ভুয়ো ও ভিত্তিহীন ৷ এর কোনও সাক্ষ্য-প্রমাণও নেই ৷ শুধুমাত্র সম্মানহানি করা ও তোলাবাজির উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে ৷" জেএল স্ট্রিপ অ্যাপের কোনও কাজের সঙ্গে শিল্পার কোনও যোগ নেই বলে দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, "অযাচিত বিতর্ক তৈরি করা ও সংবাদমাধ্যমের নজর কাড়ার জন্য শিল্পা শেট্টির নামও টানার উদ্ধত প্রচেষ্টা চালিয়েছেন শার্লিন চোপড়া ৷ অভিযোগগুলি পরে চিন্তা ভাবনা করে করা হয়েছে, যেখানে মিসেস শার্লিন চোপড়াকে সিআর নং 02/2020, নোডাল সাইবার থানায় অভিযুক্ত হিসাবে অভিযুক্ত করা হয়েছে ৷"
আরও পড়ুন:Raj Kundra : শিল্পার কথা বলে চুক্তি করে পরে নগ্ন ফিল্ম করতে বলেন রাজ : শার্লিন